শাকসু নির্বাচনের দাবিতে ক্লাস-পরীক্ষা বর্জনের পর কমপ্লিট শাটডাউনের ডাক

শাকসু নির্বাচনের দাবিতে ক্লাস-পরীক্ষা বর্জনের পর কমপ্লিট শাটডাউনের ডাক
২১ জানুয়ারি, ২০২৬ ১৭:৪৫  

জাতীয় সংসদ নির্বাচনের আগে বাংলাদেশ নির্বাচন কমিশনের (ইসি) নিয়ম ‘শিথিল’ করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (শাকসু) নির্বাচন আয়োজনের অনুমতি দেওয়ার দাবি করেছেন আন্দোলনরত প্রার্থী ও শিক্ষার্থীরা। একইসঙ্গে নির্বাচন নিয়ে সুপ্রিম কোর্টের রায় প্রত্যাশা অনুযায়ী না হলে ক্যাম্পাসে 'কমপ্লিট শাটডাউনে'র ডাক দিয়েছেন তারা।  এ ছাড়া, বিশ্ববিদ্যালয়টির ২৮টি বিভাগের শিক্ষার্থীরা বুধবার থেকে ক্লাস ও পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছেন।

২১ জানুয়ানরি, বুধবার বিকালে ক্যাম্পাসের গ্রন্থাগার ভবনের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে এই শাটডাউনের ঘোষণা দেওয়া হয়।

এসময় শাকসু নির্বাচনে  ‘দুর্বার সাস্টিয়ান ঐক্য’র সহসভাপতি (ভিপি) পদপ্রার্থী দেলোয়ার হোসেন শিশির বলেন, ‘একটি দল দুজন প্রার্থী ও একজন ভোটারকে প্রভাবিত করে রিট করিয়েছে। যার ফলে নির্বাচন বন্ধ হয়েছে এবং ৯ হাজার ভোটারের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে।’

তিনি বলেন, ‘আমরা দাবি জানাচ্ছি, সুপ্রিম কোর্ট যেন আমাদের আন্তরিক দাবি বিবেচনায় নিয়ে আমাদের পক্ষে রায় দেন। অন্যথায় আমরা ক্যাম্পাসে পূর্ণ শাটডাউন ডাকব।’

সংবাদ সম্মেলনে স্বতন্ত্র সাধারণ সম্পাদক পদপ্রার্থী ফয়সাল হোসেন বলেন, ‘জাতীয় নির্বাচনের ২১ দিনের মধ্যে কোনো নির্বাচন না করার আইন আছে—এ বিষয়টি আমরা বুঝি। তবে আমরা সুপ্রিম কোর্টের কাছে অনুরোধ জানাচ্ছি, শাকসু নির্বাচনের তফসিল জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার আগেই ঘোষণা করা হয়েছিল—এই বিষয়টি বিবেচনায় নিতে।’

সংবাদ সম্মেলনে জিএসপ্রার্থী মুজাহিদুল ইসলাম বলেন, ‘গতকাল মঙ্গলবার ভোটের দুই দিন আগে দুজন প্রার্থী ও একজন শিক্ষার্থীকে বিপুল পরিমাণ অর্থ দিয়ে রিট করিয়েছে ছাত্রদল। শিক্ষার্থীদের বিরুদ্ধে গিয়ে এসব কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানাই।’

সংবাদ সম্মেলনে ছাত্রদল–সমর্থিত প্যানেল ‘সম্মিলিত সাস্টিয়ান ঐক্যের’ ভিপি প্রার্থী মোস্তাকিম বিল্লাহ, স্বতন্ত্র জিএসপ্রার্থী পলাশ বখতিয়ারসহ বিভিন্ন প্যানেলের প্রার্থী, সমর্থক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, ১৯ জানুয়ারি হাইকোর্টের আদেশের পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আপিল বিভাগে আবেদন করে জরুরি শুনানির আবেদন জানায়। তবে ২০ জানুয়ারি সুপ্রিম কোর্ট শুনানি পিছিয়ে দিয়ে নিয়মিত মামলা হিসেবে কার্যক্রম চালানোর নির্দেশ দেন।
ডিবিটেক/ডিএসপি/ ইকে