মাইবিএল-সেবা বাড়াতে বাংলালিংক-ক্লিনিকল চুক্তি সই

মাইবিএল-সেবা বাড়াতে বাংলালিংক-ক্লিনিকল চুক্তি সই
২২ জানুয়ারি, ২০২৬ ১৬:৩৭  

নিজেদের মাইবিএল অ্যাপের মাধ্যমে স্বাস্থ্যসেবা গ্রহণের সুযোগকে আরও বিস্তৃত করতে ক্লিনিকল লিমিটেডের সাথে চুক্তি স্বাক্ষর করেছে মোবাইল অপারেটর বাংলালিংক। এ অংশীদারিত্বের মাধ্যমে, মাইবিএল অ্যাপ ব্যবহারকারীরা মাইকল থেকে ডাক্তারের পরামর্শ, ওষুধ ডেলিভারি, ল্যাবরেটরি পরীক্ষা ও বিমা কাভারেজসহ বিস্তৃত ডিজিটাল স্বাস্থ্যসেবা সুবিধা উপভোগ করতে পারবেন অ্যাপ থেকেই। 

২২ জানুয়ারি, বৃহস্পতিবার বাংলালিংকের প্রধান কার্যালয় টাইগার’স ডেনে এই সমঝোতা চুক্তির কথা জানানো হয়।  সম্প্রতি সম্পাদিত এই সমঝোতা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলালিংকের চিফ ডিজিটাল অফিসার গোলাম কিবরিয়া, চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান এবং প্রতিষ্ঠানটির গ্রোথ অ্যান্ড এনগেজমেন্ট ডিরেক্টর রফিক আহমেদ। ক্লিনিকল কল লিমিটেডের পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির চিফ অপারেটিং অফিসার পারভেজ আহমেদ ও হেড অব টেকনোলজি শাবা শামস।

এ অংশীদারিত্ব নিয়ে বাংলালিংকের চিফ ডিজিটাল অফিসার গোলাম কিবরিয়া বলেন, “দেশের কোটি মানুষের জন্য স্বাস্থ্যসেবা গ্রহণের সুযোগ সহজলভ্য করা এখনও একটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ। ক্লিনিকলের সাথে আমাদের অংশীদারিত্বের মাধ্যমে আমরা মানসম্মত স্বাস্থ্যসেবা গ্রাহকদের হাতের নাগালে নিয়ে এসেছি। এ উদ্যোগ আমাদের কানেক্টভিটি সেবার বাইরে গিয়ে দৈনন্দিন জীবনের চাহিদা পূরণে অর্থবহ ডিজিটাল সমাধান তৈরির প্রতিশ্রুতি বাস্তবায়নের প্রতিফলন। এ ধরনের উদ্যোগই মাইবিএল অ্যাপকে ওয়ান-স্টপ লাইফস্টাইল প্ল্যাটফর্মে পরিণত করেছে, যেখানে গ্রাহকদের প্রতিদিনের সুস্থতায় স্বাস্থ্যসেবা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।”     

ডিবিটেক/সিএ/ইকে