মাল্টিপ্লেয়ার ওয়ার্ড গেম আনলো নিউইয়র্ক টাইমস
একক খেলাভিত্তিক ধাঁধা ও ওয়ার্ড (শব্দ) গেমের জন্য পরিচিত নিউইয়র্ক টাইমস এবার নতুন পথে হাঁটল। প্রতিষ্ঠানটি তাদের ইতিহাসে প্রথমবারের মতো দুই খেলোয়াড়ের জন্য মাল্টিপ্লেয়ার ওয়ার্ড গেম ‘ক্রসপ্লে’ উন্মুক্ত করেছে। আলাদা একটি অ্যাপ হিসেবে চালু হওয়া এই গেমটি ইতিমধ্যে অ্যান্ড্রয়েড ও আইওএস ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত হয়েছে। খবর গেমস্পট।
‘ওয়ার্ডস উইথ ফ্রেন্ডস’ বা ‘স্ক্র্যাবল’ খেলে থাকলে ‘ক্রসপ্লে’ বোঝা কঠিন নয়। খেলাটি শুরু হয় একটি বোর্ডে সাতটি করে অক্ষর নিয়ে। লক্ষ্য হলো বোর্ডে শব্দ তৈরি করে বা আগের শব্দের সঙ্গে যুক্ত হয়ে যত বেশি সম্ভব পয়েন্ট অর্জন করা। অক্ষরের বিরলতা এবং বোর্ডে অবস্থানের ওপর ভিত্তি করে পয়েন্ট নির্ধারিত হয়।
গেমটির একটি বিশেষ বৈশিষ্ট্য হলো সীমিত টাইল ব্যাগ। প্রতিটি অক্ষর বসানোর সঙ্গে সঙ্গে সেই টাইল ব্যাগ হারিয়ে যায়। সব টাইল শেষ হয়ে গেলে খেলা প্রবেশ করে একটি চূড়ান্ত পর্বে, যেখানে দুজন খেলোয়াড়ই শেষবারের মতো জয়ের সুযোগ পান।
নিউইয়র্ক টাইমসের গেমস বিভাগের জোনাথন নাইট জানান, প্রচলিত শব্দের খেলাগুলো অনেক সময় শেষই হয় না। সেই একঘেয়েমি কাটাতেই ‘লাস্ট টার্ন’ নামের এই নতুন নিয়ম যুক্ত করা হয়েছে, যা গেমটিকে আলাদা পরিচয় দিয়েছে।
খেলাটির প্রচারে নিউইয়র্ক টাইমস যুক্ত করেছে সংগীতশিল্পী লেসলি ওডম জুনিয়র, ব্রেল্যান্ড ও অ্যামি অ্যালেনকে। তারা অনলাইনে এবং নিউইয়র্ক ও ন্যাশভিলের নির্দিষ্ট কিছু স্থানে সরাসরি খেলোয়াড়দের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় নামবেন।
সব মিলিয়ে, ‘ক্রসপ্লে’ নিউইয়র্ক টাইমসের গেম দুনিয়ায় এক নতুন অধ্যায়ের সূচনা করল।
ডিবিটেক/বিএমটি







