সরস্বতী পূজায় ভিভোর স্পেশাল অফার

স্টুডেন্ট আইডিতেই কিস্তিতে স্মার্টফোন

স্টুডেন্ট আইডিতেই কিস্তিতে স্মার্টফোন
২২ জানুয়ারি, ২০২৬ ১৭:৫১  

শিক্ষার্থীদের জন্য মোমো ইএমআই-এর মাধ্যমে ক্রেডিট কার্ড ছাড়াই স্টুডেন্ট আইডি কার্ড ব্যবহার করে ৬ মাস পর্যন্ত কিস্তিতে ফোন কেনার সুযোগ দিচ্ছে স্মার্টফোন ব্র্যান্ড ভিভো। নর্থ সাউথ ইউনিভার্সিটির ‘সরস্বতী পূজা ২০২৬’-এর টাইটেল স্পন্সর হিসেবে ২২ জানুয়ারি, বুধবার থেকে শুরু হওয়া এমন দারুণ সব টেক-অভিজ্ঞতা এবং এক্সক্লুসিভ অফার করছে গ্লোবাল স্মার্টফোন ব্র্যান্ডটি।

জানাগেছে, ২৩ জানুয়ারি, শুক্রবার শিক্ষার্থীদের পাশাপাশি সাধারণ দর্শক ও সর্বসাধারণও পূজার মূল মূল আয়োজনে সরাসরি অংশগ্রহণ করতে পারবেন।  শিক্ষা, সংস্কৃতি ও প্রযুক্তির সংযোগ গড়ে তুলতে উৎসবের প্রতিটি দিনে ক্যাম্পাসে থাকবে ভিভোর অন-গ্রাউন্ড অ্যাক্টিভেশন ও ইন্টারঅ্যাকটিভ আয়োজন। ভিভোর সমন্বিত স্টল ও এক্সপিরিয়েন্স জোনে শিক্ষার্থীরা সরাসরি স্মার্টফোনের ফিচার ব্যবহার করার সুযোগ পাবে এবং অংশ নিতে পারবে গেম জোন, ফটো এক্সিবিশন ও ফটো বুথসহ বিভিন্ন সৃজনশীল কার্যক্রমে। আধুনিক প্রযুক্তি ও বিনোদনের এই অভিজ্ঞতা উৎসবকে করে তুলবে আরও প্রাণবন্ত ও স্মরণীয়।

ভিভো বাংলাদেশ কর্তৃপক্ষ জানিয়েছে, উৎসবমুখর আয়োজনে অংশগ্রহণকারী শিক্ষার্থী ও আগত দর্শকদের জন্য ভিভো নিয়ে এসেছে একাধিক এক্সক্লুসিভ অফার ও আকর্ষণীয় মূল্যছাড়। ফ্ল্যাগশিপ মডেল এক্স৩০০ প্রো কিনলে ক্রেতারা উপহার হিসেবে পাচ্ছেন রিরো ডাব্লিউ৩ স্মার্টওয়াচ, ভিভো টিডাব্লিউএস ইয়ারবাড এবং স্ক্রিন প্রোটেক্টর। এছাড়া ‘বাই ওয়ান গেট ওয়ান’ অফারের আওতায় ভিভোর নির্দিষ্ট স্মার্টফোন মডেল ভি৬০ ফাইভজি, ভি৬০ লাইট ফাইভজি, ভি৬০ লাইট ফোরজি এবং ওয়াই৪০০ কিনলে সাথে থাকছে আকর্ষণীয় এক্সেসরিজ একদম ফ্রি। 

এছাড়াও, ক্রেতাদের স্মার্টফোনে বাড়তি নিরাপত্তা দিতে ভিভো দিচ্ছে ১+১ বছরের বর্ধিত ওয়ারেন্টি, অর্থাৎ মোট ২ বছরের সুরক্ষা। স্মার্টফোন কেনা সহজ করতে এক্স৩০০ প্রো এবং ভি৬০ সিরিজের মডেলগুলোতে নির্দিষ্ট ৫টি ব্যাংকের মাধ্যমে ১২ মাস পর্যন্ত ০% ইএমআই সুবিধা থাকবে। 

ডিবিটেক/আরএ/ইকে