বিনামূল্যের বিজ্ঞাপনভিত্তিক প্যাকেজ আনছে এক্সবক্স ক্লাউড গেমিং
মাইক্রোসফটের এক্সবক্স ক্লাউড গেমিং সেবায় চলতি বছরের মধ্যেই যুক্ত হতে যাচ্ছে বিনামূল্যের বিজ্ঞাপনভিত্তিক একটি নতুন প্যাকেজ। দীর্ঘদিনের গুঞ্জনের পর এবার বিষয়টির স্পষ্ট ইঙ্গিত মিলেছে স্বয়ং মাইক্রোসফট থেকেই। খবর জিএসএম এরিনা।
সম্প্রতি কিছু ব্যবহারকারী তাদের এক্সবক্স ক্লাউড গেমিং ইন্টারফেসে ‘প্রতি সেশনে ১ ঘণ্টা বিজ্ঞাপনসমর্থিত খেলার সুযোগ’—এমন একটি বার্তা দেখতে পেয়েছেন। যদিও এখনো আনুষ্ঠানিকভাবে এই প্যাকেজটি চালু হয়নি, তবু এটি বিনামূল্যের পরিকল্পনা প্রস্তুতির স্পষ্ট ইঙ্গিত বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।
বিষয়টির সঙ্গে পরিচিত সূত্রগুলো জানিয়েছে, ২০২৬ সালের শেষ নাগাদ বিজ্ঞাপনভিত্তিক এই ফ্রি প্যাকেজ চালু করতে পারে মাইক্রোসফট। এতে নতুন ব্যবহারকারীরা কোনো সাবস্ক্রিপশন ছাড়াই নির্দিষ্ট সময়ের জন্য গেম খেলার সুযোগ পাবেন, যদিও সে ক্ষেত্রে বিজ্ঞাপন দেখাতে হবে। গেমিং শিল্পে এমন উদ্যোগ নতুন নয়। এর আগে এনভিডিয়ার জিফোর্স নাও প্ল্যাটফর্মেও বিজ্ঞাপনসমর্থিত পরিকল্পনার মাধ্যমে প্রতিদিন এক ঘণ্টা করে খেলার সুযোগ দেওয়া হচ্ছে।
বিশেষজ্ঞদের মতে, উচ্চমূল্যের গ্রাফিক্স কার্ড ও কম্পিউটার যন্ত্রাংশের বাজারে এই উদ্যোগ অনেকের জন্য বড় গেম টাইটেলগুলো পরীক্ষার সহজ সুযোগ তৈরি করবে। শক্তিশালী কম্পিউটার না থাকলেও কেবল ইন্টারনেট সংযোগ ব্যবহার করে আধুনিক গেমিংয়ের স্বাদ নেওয়া সম্ভব হবে, যা ক্লাউড গেমিংয়ের জনপ্রিয়তা আরও বাড়াতে পারে।
ডিবিটেক/বিএমটি







