ভারতকে হটিয়ে সাউথ এশিয়া আইসিটি চ্যাম্পিয়ন বাংলাদেশের প্রিয়শপ
প্রথমবারের মতো ভারতকে হটিয়ে সাউথ এশিয়া আইসিটি অ্যাওয়ার্ড ২০২৫-এ চ্যাম্পিয়ন হলো বাংলাদেশের টেক-এনাবেলড সাপ্লাই চেইন ও ফিনটেক প্ল্যাটফর্ম প্রিয়শপ। নেপাল আইসিটি ফাউন্ডেশনের উদ্যোগে বিগত ৯বছর ধরে এই সম্মাননা জিতে আসছিলো ভারতের কোনো না কোনো স্টার্টআপ। এবারের বিজয়ের মাসে সেই সম্মাননার মুকুট মাথায় পড়ল বাংলাদেশের এই প্রযুক্তি ভিত্তিক স্টার্টআপটি।
গত ১৯ ডিসেম্বর নেপালের কাঠমন্ডুতে অনুষ্ঠিত সম্মেলনে প্রিয়শপের প্রতিষ্ঠাতা ও সিইও আশিকুল আলম খাঁনের হাতে এই সম্মাননা তুলে দেন নেপালে নিযুক্ত যুক্তরাজ্যের দূত রব ফেন। এসময় তার সঙ্গে ছিলেন প্রিয়শপের কো-ফাউন্ডার এবং সিএমও দীপ্তি মন্ডল।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নেপালের শিল্প ও বাণিজ্য মন্ত্রী অনীল কুমার সিংহ, বিশেষ অতিথি ছিলেন নেপালের মুখ্য সচিব সমুনরাজ আরিয়াল এবং এনপিসির ভাইস-চেয়ারম্যান ড. প্রকাশ কুমার।
পুরস্কার গ্রহণের পর প্রিয়শপের প্রতিষ্ঠাতা ও সিইও আশিকুল আলম খাঁন বলেন, "এই পুরস্কারটি আসলে প্রতিটি ছোট খুচরা বিক্রেতার যাদের আমরা সেবা দিই। তারাই আসল চ্যাম্পিয়ন। আমরা শুধু তাদের সফল হতে সাহায্য করার জন্য টুলস তৈরি করেছি।"
প্রিয়শপের কো-ফাউন্ডার এবং সিএমও দীপ্তি মন্ডল জানান, “আমরা পুরো ২০২৫ জুড়ে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেছি অনেকগুলো গ্লোবাল প্ল্যাটফর্মে। আমরা ২০২৬-এও আমাদের পতাকা বিশ্বব্যাপী তুলে ধরতে চাই। এই চ্যাম্পিয়নশিপ প্রমাণ করে যে যখন আপনি-আমি আসল মানুষগুলোর আসল সমস্যার সমাধান করি, তখন এটার প্রভাবটা নিজেই কথা বলে।”
প্রসঙ্গত, নেপালে অনুষ্ঠিত দক্ষিণ এশিয়া আইসিটি অ্যাওয়ার্ডস ২০২৫ ছিল অঞ্চলের প্রযুক্তি ইকোসিস্টেমের এক আয়োজন। ১,২০০টিরও বেশি আবেদন থেকে ৭৫০টি মনোনয়ন গ্রহণ করা হয়। ১৮ জন বিশেষজ্ঞ বিচারকের মূল্যায়নে শীর্ষ ১০ জন সেমিফাইনালিস্ট নির্বাচিত হয়, যার মধ্যে ৬ জন ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করে। এই প্রতিযোগিতায় দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশ-নেপাল, ভারত, শ্রীলঙ্কা, ভুটান, বাংলাদেশ ও পাকিস্তান এর উদ্ভাবনী প্রযুক্তি প্রদর্শিত হয়। সেখান থেকে প্রিয়োশপ চ্যাম্পিয়ন হিসেবে নির্বাচিত হয়।
ডিবিটেক/এডি/ইক







