পহেলা বৈশাখে ড্রোন শো’র প্রস্তুতি চলছে

১২ এপ্রিল, ২০২৫  
১২ এপ্রিল, ২০২৫  
পহেলা বৈশাখে ড্রোন শো’র প্রস্তুতি চলছে

‘নতুন বছর, নতুন বাংলাদেশ’ থিমে এবারের বাংলা নববর্ষ উদযাপনে রাজধানী ঢাকায় আয়োজন করা হচ্ছে এক ব্যতিক্রমধর্মী ড্রোন শো। পুরো আয়োজনটি অনুষ্ঠিত হবে বাংলা নববর্ষের দিন, সোমবার (১৪ এপ্রিল) রাজধানীর মানিক মিয়া এভিনিউতে। এই আয়োজনের প্রস্তুতি চলছে পুরোদমে।

এরই মধ্যে ড্রোন শো’র চীনা একটি প্রকৌশলী টিমের ছবি প্রকাশিত হয়েছে। সংসংদ ভবনের বাইরে কোলা ছবিটিতে ৫ সদস্যের চীনা ড্রোন দলের সঙ্গে  সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীকে দেখা গেছে।  

এ নিয়ে শুক্রবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। তিনি লেখেন, চীনা প্রযুক্তি দল ইতোমধ্যে ঢাকায় পৌঁছেছে এবং প্রস্তুতির কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। ঢাকাবাসীর উদ্দেশে তিনি বলেন, “হ্যালো ঢাকা, প্রস্তুত হও—‘নতুন বছর, নতুন বাংলাদেশ’ থিমে এক অসাধারণ ড্রোন শো উপভোগের জন্য!”

তিনি আরও জানান, ড্রোন শোর আগে দর্শকদের জন্য থাকছে এক মনোমুগ্ধকর কনসার্ট। পুরো আয়োজনটি অনুষ্ঠিত হবে আগামী ১৪ এপ্রিল, বাংলা নববর্ষের দিন, বিকেল ৩টায় রাজধানীর মানিক মিয়া এভিনিউতে।

ড্রোন শোর আগে দর্শকদের জন্য থাকছে এক মনোমুগ্ধকর কনসার্টও। অনুষ্ঠান শুরু হবে বিকেল ৩টা থেকে।