বিক্রি বাড়াতে অ্যাপল পণ্যে বড় ছাড়
চীনের বাজারে বিক্রি বাড়াতে সীমিত সময়ের জন্য বড় ধরনের ছাড় ঘোষণা করেছে প্রযুক্তি জায়ান্ট অ্যাপল। আগামী ২৪ থেকে ২৭ জানুয়ারি পর্যন্ত নির্দিষ্ট কিছু আইফোন, ম্যাক, আইপ্যাড ও অ্যাপল ওয়াচে সর্বোচ্চ ১,০০০ ইউয়ান পর্যন্ত ছাড় দেবে প্রতিষ্ঠানটি। খবর রয়টার্স।
অ্যাপলের চীনা ওয়েবসাইটে প্রকাশিত তথ্যে জানানো হয়, এই ছাড়ের আওতায় একাধিক জনপ্রিয় ডিভাইস থাকলেও সর্বশেষ আইফোন ১৭ মডেলটি এতে অন্তর্ভুক্ত নয়। অর্থাৎ নতুন ফ্ল্যাগশিপ মডেলের বাইরে থাকা পণ্যের বিক্রি বাড়ানোই এই প্রচারণার মূল লক্ষ্য।
বিশ্লেষকদের মতে, চীনের স্মার্টফোন বাজারে দেশীয় ব্র্যান্ডগুলোর তীব্র প্রতিযোগিতার মুখে অ্যাপল সাম্প্রতিক সময়ে বিক্রিতে চাপ অনুভব করছে। সে প্রেক্ষাপটেই উৎসব ও কেনাকাটার মৌসুম সামনে রেখে মূল্যছাড়ের এই কৌশল নিয়েছে প্রতিষ্ঠানটি।
চীনে অ্যাপলের জন্য বাজারটি কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফলে সময়োপযোগী ছাড় ও প্রচারণার মাধ্যমে গ্রাহকদের আগ্রহ ধরে রাখার চেষ্টা করছে কুপারটিনোভিত্তিক এই প্রযুক্তি কোম্পানি।
ডিবিটেক/বিএমটি







