দেশেরে বাজারে টেকনো মেগাপ্যাড এসই
বাংলাদেশের বাজারে বড় পর্দার ট্যাবলেট উন্মোচন করলো টেকনো বাংলাদেশ। মেগাপ্যাড এসই মডেলের ট্যাবটির পর্দার আকার ১১ ইঞ্চি। অল-মেটাল বডির ডিভাইসটি মাত্র ৭মিমি পুরু।
কনফিগারেশন অনুযায়ী ট্যাবটিতে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬ ন্যানোমিটার ৮-কোর প্রসেসর। এতে যুক্ত করা হয়েছে আট হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। এছাড়াও এতে স্টোরেজ হিসেবে দেওয়া হয়েছে ১২৮জিবি ইন্টারনাল মেমোরি সাথে ৮জিবি র্যাম (৪জিবি + ৪জিবি এক্সটেনডেড র্যাম)।
ডিভাইসটিতে ক্যামেরা অংশে ব্যবহার করা হয়েছে ৮মেগাপিক্সেল মেইন ক্যামেরা ও ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।
ট্যাবটির ফিচারের মধ্যে স্প্লিট স্ক্রিন, ফ্লোটিং উইন্ডোজ এবং ড্র্যাগ-অ্যান্ড-ড্রপ সুবিধা অন্যতম। এটিতে ব্যবহার করা যাবে ডব্লিউপিএস অফিস স্যুট।
বাংলাদেশে টেকনো মেগাপ্যাড এসই ভ্যারিয়েন্টের মূল্য ২০ হাজার ৯৯৯ টাকা।
ডিবিটেক/এসি/ইএইচ







