ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি) ইনোভেশন হাব (আইহাব) এবং মোবাইল নেটওয়ার্ক অপারেটর রবি আজিয়াটা পিএলসি পরিচালিত দেশের একমাত্র জাতীয় অ্যাপ স্টোর রবি বিডি-অ্যাপস–এর মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।
এই কৌশলগত সহযোগিতার মাধ্যমে দেশীয় ডেভেলপার, কনটেন্ট প্রোভাইডার ও উদীয়মান উদ্যোক্তাদের—এমনকি প্রোগ্রামিং দক্ষতা না থাকা ব্যক্তিদেরও—রবির নেটওয়ার্কভিত্তিক এপিআই ব্যবহার করে মোবাইল অ্যাপ তৈরি, হোস্টিং ও বাণিজ্যিকীকরণের সুযোগ সৃষ্টি হবে বলে আশা করছে উভয় পক্ষই।
২১ জানুয়ারি, বৃহস্পতিবার রবি আজিয়াটা লিমিটেডের কর্পোরেট অফিসে আনুষ্ঠানিকভাবে চুক্তিটি সই হয়। ইউআইটিএস-এর উপাচার্য অধ্যাপক ড. মো. আবু হাসান ভূঁইয়া এবং রবি মার্কেটিং ও মার্কেট অপারেশন বিভাগের কাস্টমার ভ্যালু সল্যুশনসের পরিচালক মানিক লাল দাস চুক্তিতে স্বাক্ষর করেন।
চুক্তিটি ডিজিটাল উদ্ভাবন, উদ্যোক্তা উন্নয়ন এবং শিল্প–একাডেমিয়া সংযোগ আরও সুদৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন চুক্তি সই অনুষ্ঠানে উপস্থিত ব্যক্তিরা।
অনুষ্ঠানে ইউআইটিএস-এর পক্ষে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সিরাজ উদ্দিন আহমেদ, রেজিস্ট্রার মোহাম্মদ কামরুল হাসান এবং আইকিউএসি পরিচালক ও ইউআইটিএস ইনোভেশন হাব (আইহাব)-এর ফোকাল পয়েন্ট প্রকৌশলী মো. সাফায়েত হোসেন এবং রবি ও অংশীদার প্রতিষ্ঠানগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন- শফিক শামসুর রাজ্জাক, জেনারেল ম্যানেজার (ভ্যালু অ্যাডেড সার্ভিসেস); ফাতেমা নাশরাহ, ম্যানেজার (ভিএএস ও এনবি); মাহমুদা ইসলাম, সিনিয়র অ্যাসোসিয়েট (বিডি-অ্যাপস ও ডিজিটাল সার্ভিসেস); মিয়াকি-এর হেড অব ম্যানেজড সার্ভিসেস মো. আলতামিশ নাবিল, সিনিয়র ম্যানেজার শাহেদ সাদ উল্লাহ এবং রিজিওনাল লিড সুজাউর রহমান প্রমুখ।
ডিবিটেক/এমএসএইচ/আইকে