ভারতে ‘বিউটি টেক’ হাবে ৩৮৩ মিলিয়ন ডলার বিনিয়োগ করছে লরিয়াল

ভারতে ‘বিউটি টেক’ হাবে ৩৮৩ মিলিয়ন ডলার বিনিয়োগ করছে লরিয়াল
২১ জানুয়ারি, ২০২৬ ১৭:৫৯  

ভারতের সৌন্দর্য ও প্রযুক্তিখাতে বড় বিনিয়োগের ঘোষণা দিয়েছে ফরাসি প্রসাধনী জায়ান্ট লরিয়াল। প্রতিষ্ঠানটি জানিয়েছে, দক্ষিণ ভারতের হায়দরাবাদে একটি ‘বিউটি টেক’ হাব স্থাপন করতে প্রাথমিকভাবে ৩৫ বিলিয়ন রুপি বা প্রায় ৩৮৩ মিলিয়ন ডলার বিনিয়োগ করা হবে। খবর চ্যানেল নিউজ এশিয়া।

বুধবার দেওয়া এক বিবৃতিতে লরিয়াল জানায়, এই হাব কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সৌন্দর্য উদ্ভাবনের জন্য বৈশ্বিক কেন্দ্র হিসেবে কাজ করবে। ২০৩০ সালের মধ্যে এখানে প্রায় দুই হাজার প্রযুক্তি–সম্পর্কিত কর্মসংস্থান সৃষ্টি করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর সৌন্দর্য সমাধান দ্রুত বাজারে আনার ক্ষেত্রেও এই কেন্দ্র গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছে প্রতিষ্ঠানটি।

বিশ্ব অর্থনৈতিক ফোরামের দাভোস সম্মেলনের ফাঁকে লরিয়ালের প্রধান নির্বাহী কর্মকর্তা নিকোলা হিয়েরোনিমাস এবং ভারতের তেলেঙ্গানা রাজ্য সরকারের মধ্যে এ বিনিয়োগ–সংক্রান্ত অংশীদারত্ব চূড়ান্ত হয়। সাম্প্রতিক বছরগুলোতে তেলেঙ্গানা রাজ্য ভারতের দক্ষিণাঞ্চলে বিনিয়োগ ও প্রযুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত হয়েছে।

প্রসঙ্গত, ২০২৪ সালে ভারত ও ফ্রান্সের দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ ছিল প্রায় ১৫ বিলিয়ন ডলার। দুই দেশের সরকার প্রধান—ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ—সম্প্রতি সম্পর্ক আরও জোরদারে সক্রিয় ভূমিকা রাখছেন। পাশাপাশি বৈশ্বিক কর স্বচ্ছতার মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্য রেখে করচুক্তি আধুনিকায়নের বিষয়েও ২০২৪ সাল থেকে আলোচনা চালিয়ে যাচ্ছে দুই দেশ।

ডিবিটেক/বিএমটি