এইগনাইট ২০২৫ আলোচনা অনুষ্ঠানে বক্তারা

‘তারুণ্যের শক্তি কৃত্রিম বুদ্ধিমত্তায়’

১৪ আগষ্ট, ২০২৫ ২০:০৪  
১৫ আগষ্ট, ২০২৫ ০৭:৫৮  
‘তারুণ্যের শক্তি কৃত্রিম বুদ্ধিমত্তায়’

উত্তরা ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো "এআইগনাইট-২৫" কৃত্রিম বুদ্ধিমত্তায় বাংলাদেশের তরুণদের ক্ষমতায়ন শীর্ষক আলোচনা সভা। ১৪ আগস্ট, বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের মাল্টিপারপাস হলরুমে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে দেশের খ্যাতিমান পেশাজীবী, শিক্ষাবিদ, উদ্যোক্তা ও উদ্ভাবকদের একত্রিত হয়েছেন, যারা ইউনিভার্সিটির শিক্ষার্থীদেরকে কৃত্রিম বুদ্ধিমত্তার সম্ভাবনাকে কাজে লাগাতে অনুপ্রাণিত করেন ও বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।

অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করেন ইয়ুথ আপস্কিল নেটওয়ার্ক-ইউনেট, ইয়ুথ অ্যাকশন ফর বাংলাদেশ, নিউট্রিশন ফর চেইঞ্জ এবং ফারহানাস ব্রেইনস্টেশন। প্রযুক্তি ও মানব দক্ষতার সমন্বয়ের গুরুত্ব তুলে ধরে অনুষ্ঠানের প্রধান অতিথি ও উত্তরা ইউনিভার্সিটির উপ-উপাচার্য প্রফেসর ড. গৌর গোবিন্দ গোস্বামী বলেন, ‘মানব মস্তিষ্ক এআই-এর চেয়ে বহুগুণ মূল্যবান এবং শক্তিশালী। এআই আমাদের কাজকে সহজ করতে পারে, কিন্তু আমাদের নিশ্চিত করতে হবে প্রযুক্তি আমাদের বুদ্ধিমত্তাকে দখল না করে।’

শিক্ষার্থীরা একটি ইন্টার‌্যাকটিভ এআই কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে, বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয়, যা শেখার অভিজ্ঞতাকে মজাদার এবং ফলপ্রসূ করে তোলে। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিলো ‘এআইগনাইট-২৫’ কৃত্রিম বুদ্ধিমত্তায় বাংলাদেশের তরুণদের ক্ষমতায়ন শীর্ষক প্যানেল আলোচনা।

এতে আয়আল কর্প লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক, বেসিসের সাবেক সভাপতি, এফবিসিসিআই-এর উপদেষ্টা ও সাবেক পরিচালক এবং বাংলাদেশ আইসিটি ও ইনোভেশন নেটওয়ার্ক ট্রাস্টের চেয়ারম্যান সৈয়দ আলমাস কবীর শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধির ওপর জোর দিয়ে বলেন, ‘কর্মক্ষেত্রে নিজেদের যোগ্যতার প্রমাণ দিতে হলে দক্ষতা অর্জন জরুরি। এআই আমাদের কম সময়ে অনেক কিছু শিখতে সাহায্য করছে।’

 সেমিনারে বিভিন্ন শিল্পক্ষেত্রের বিশেষজ্ঞরা তাদের ভাবনা প্রকাশ করেন। সিটিব্যাংক এন.এ. বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট ও হেড ট্রেড প্রোডাক্ট, সুবাহ আফরিন ব্যবসায়িক সমস্যা সমাধানে প্রযুক্তির ব্যবহার নিয়ে তার অভিজ্ঞতা জানান। গ্রামীণফোনের লিড, আইওটি প্রোডাক্ট ম্যানেজার, রেজওয়ান আরেফিন টেলিকমে এআই-ভিত্তিক উদ্ভাবনের নানা দিক তুলে ধরেন। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সিনিয়র লেকচারার কাজী তাফসিরুল ইসলাম শিক্ষার্থী ও উদ্যোক্তাদের জন্য এআই-এর ব্যবহারিক প্রয়োগ তুলে ধরেন।

 অতিথিদের মধ্যে ছিলেন ইউনিভার্সিটি অব স্কলার্স-এর লেকচারার মোহাম্মদ আমিনুর রহমান, ব্যাটারি লো ইন্টার‌ আ্যকটিভ লিমিটেড-এর সহ-প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মিনহাজ-উস-সালেকীন ফাহমি, লেখক ও টেক ইভেঞ্জেলিষ্ট মুহাম্মাদ আলতামিশ নাবিল। তারা নেতৃত্ব, উদ্ভাবন এবং এআই-এর রূপান্তরমূলক সম্ভাবনা নিয়ে শিক্ষার্থীদের সামনে মূল্যবান অভিজ্ঞতা তুলে ধরেন।