শাবিপ্রবি-তে সাইবার সুরক্ষা সেমিনার অনুষ্ঠিত

১৯ আগষ্ট, ২০২৫  
১৯ আগষ্ট, ২০২৫  
শাবিপ্রবি-তে সাইবার সুরক্ষা সেমিনার অনুষ্ঠিত

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সামাজিক বিজ্ঞান ভবনে ‘ব্যক্তি জীবনে সাইবার নিরাপত্তার ধারণা  ও  হুমকি মোকাবেলার উপায়’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ১৯ আগস্ট, মঙ্গলবার অনুষ্ঠিত সেমিনারে সাইবার সুরক্ষার বিস্তারিত ও দৈনন্দিন জীবনে সাইবার নিরাপত্তার প্রয়োজনীয়তা, ব্যবহার এবং ব্যক্তিগত সামাজিক যোগাযোগ মাধ্যম সুরক্ষা রাখার নানা কৌশল সম্পর্কে ধারণা দেওয়া হয়। ব্যক্তিগত জীবনে তথ্যের অবাধ ব্যবহার এবং অসচেতনতার ফলে হ্যাকাররা কীভাবে ব্যক্তি জীবনকে হুমকির মুখে ফেলে তা দেখানো হয়। অনলাইনে পেমেন্ট করার ক্ষেত্রে সুরক্ষিত ওয়েবসাইট শনাক্ত করে টাকা পেমেন্ট করার কৌশলও জানতে পারেন সেমিনারে অংশগ্রহণকারীরা।

এ ছাড়াও কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে নারীদের ডিপফেক ছবি/ভিডিও বানিয়ে সামাজিকভাবে হেনস্তা করার বিভিন্ন বাস্তবিক উদাহরণ তুলে ধরা হয় সেমিনারে। এসব সমস্যা মোকাবেলায় প্রযুক্তির নিরাপদ ব্যবহার এবং আইনি সহযোগিতায় করণীয় দিক সমূহও আলোচনা করা হয়। 

বক্তব্যে অধ্যাপক ড. তাহমিনা ইসলাম বলেন, ‘সাইবার সিকিউরিটি আজকের ডিজিটাল যুগে অত্যন্ত জরুরি একটি বিষয়। আমাদের ব্যক্তিগত তথ্য, আর্থিক লেনদেন, সরকারি গোপন নথি এবং প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ ডেটা প্রতিনিয়ত সাইবার হামলার ঝুঁকিতে থাকে। সাইবার সিকিউরিটি আমাদের এই তথ্যগুলোকে সুরক্ষিত রাখে। এমনকি সাইবার সচেতনতা আর্থিক ক্ষতি প্রতিরোধ করে, ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা করে এবং জাতীয় নিরাপত্তা নিশ্চিত করে। কৃত্রিম বুদ্ধিমত্তা ও প্রযুক্তির দ্রুত অগ্রগতির ফলে হুমকিও প্রতিনিয়ত বাড়ছে। তাই নিরাপদ ও বিশ্বস্ত ডিজিটাল সমাজ গড়ে তুলতে সাইবার সিকিউরিটি অপরিহার্য।’

বসুন্ধরা শুভসংঘ শাবিপ্রবি শাখার সভাপতি মো. মোফাজ্জল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জান্নাতুল ফেরদাওসী সোনালীর সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাবিপ্রবির সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. তাহমিনা ইসলাম।