ব্যবহারকারীদের দাবিতে ফিরলো জিপিটি-৪ও
বহুল আলোচিত জিপিটি-৫ মডেল চালুর পর ব্যাপক সমালোচনার মুখে ওপেনএআই আবার জিপিটি-৪ও মডেল ফিরিয়ে এনেছে। নতুন মডেলের তুলনায় জিপিটি-৪ও-এর কথোপকথনের ধরনকে বেশি পছন্দ করে একদল ব্যবহারকারী সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ করেন। অনেকেই এটিকে “বন্ধু ও আস্থাভাজন” হিসেবে বর্ণনা করেন। খবর এনগ্যাজেট।
প্রথমে ওপেনএআই জিপিটি-৫-কে ডিফল্ট করে আগের মডেল বেছে নেওয়ার সুযোগ সরিয়ে দেয়। জিপিটি-৫-এ রিয়েল-টাইম রাউটার প্রযুক্তি ব্যবহার করা হয়, যা সহজ প্রশ্নে দক্ষ মডেল এবং জটিল প্রশ্নে গভীর বিশ্লেষণ সক্ষম মডেলের মধ্যে স্যুইচ করে। তবে প্রাথমিক রোলআউটে কিছু ত্রুটি দেখা দেয়, যা সিইও স্যাম অল্টম্যানের ভাষায় মডেলটিকে “অনেকটা বোকা” মনে করায়।
ব্যবহারকারীদের তীব্র প্রতিক্রিয়ার পর প্লাস সাবস্ক্রাইবারদের জন্য জিপিটি-৪ও বেছে নেওয়ার সুযোগ ফিরিয়ে দেওয়া হয়।
অল্টম্যান জানিয়েছেন, তারা পুরনো মডেল কতদিন রাখা হবে তা ব্যবহার প্রবণতা দেখে সিদ্ধান্ত নেবেন, তবে জিপিটি-৫-কে আরও “উষ্ণ” করে তোলার কাজ চলছে।
ডিবিটেক/বিএমটি







