কারিগরি বোর্ডের ২৩-২৪ জুলাইয়ের এইচএসসি পরীক্ষা স্থগিত

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে চলমান এইচএসসির (বিএম/বিএমটি) ২৩ ও ২৪ জুলাইয়ের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে।
২২ জুলাই, মঙ্গলবার রাতে কারিগরি শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এইচএসসি (বিএমটি), এইচএসসি (ভোকেশনাল), ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ও সার্টিফিকেট ইন মেরিন ট্রেড শিক্ষাক্রমের আওতাভুক্ত ২৩ ও ২৪ জুলাইয়ের সব পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত ঘোষণা করা হয়েছে।
তবে এ দুই দিনের বাইরে অন্যান্য দিনের পরীক্ষাগুলো পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী যথারীতি অনুষ্ঠিত হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
এর আগে মঙ্গলবার বিকেলে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে আন্দোলনরত শিক্ষার্থীদের সামনে শিক্ষা উপদেষ্টা ২৪ জুলাই পর্যন্ত এইচএসসি ও সমমানের সব পরীক্ষা স্থগিতের ঘোষণা দেন।