ভারতের বাজারে টেসলার যাত্রা শুরু

১৫ জুলাই, ২০২৫ ১৬:৪৪  
১৫ জুলাই, ২০২৫ ১৬:৪৫  
ভারতের বাজারে টেসলার যাত্রা শুরু

মার্কিন বৈদ্যুতিক গাড়ি নির্মাতা টেসলা মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে ভারতের বাজারে প্রবেশ করেছে। মুম্বাইয়ে উদ্বোধন করা হয়েছে তাদের প্রথম শোরুম, যেখানে মডেল ওয়াই গাড়ির দাম নির্ধারণ করা হয়েছে প্রায় ৭০ হাজার ডলার বা ৬০ লাখ রুপি, যা বিশ্বের অন্যান্য বাজারের তুলনায় সর্বোচ্চ। খবর রয়টার্স।

উচ্চ শুল্ক ও করের কারণে টেসলা গাড়ির দাম ভারতে প্রায় দ্বিগুণ বেড়ে গেছে। প্রথম পর্যায়ে গাড়ি আমদানির মাধ্যমে বিক্রি শুরু হলেও ভবিষ্যতে ভারতে গবেষণা ও উৎপাদন স্থাপনের পরিকল্পনার কথা জানিয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী।

ভারতের মোট গাড়ি বিক্রির মাত্র ৪ শতাংশ বৈদ্যুতিক হলেও, টেসলা মূলত বিলাসবহুল গাড়ির ক্রেতাদের লক্ষ্য করছে। মডেল ওয়াই গাড়ি চীনে তৈরি এবং এর ফুল সেল্ফ-ড্রাইভিং ফিচার ৬ লাখ রুপির অতিরিক্ত মূল্যে পাওয়া যাবে। তৃতীয় প্রান্তিক থেকে গাড়ি সরবরাহ শুরু হবে।

ডিবিটেক/বিএমটি