সেমিকন্ডাক্টরে ২০ হাজার দক্ষ জনশক্তিতে আসতে পারে ১৫০ বিলিয়ন ডলার আয়

মাত্র ২০ হাজার দক্ষ জনশক্তি দিয়ে আগামী ১০ বছরে সেমিকন্ডক্টর শিল্প থেকে বাংলাদেশ ১৫০ বিলিয়ন ডলার রফতানি আয় করতে পারবে বলে মনে করেন আইসিটি সচিব শীষ হায়দার চৌধুরী।
এই খাতে ট্রিলিয়ন ডলারের বৈশ্বিক বাজারের কথা তুলে ধরে এ জন্য সরকারের পক্ষ থেকে আমরা খাতসংশ্লিষ্ট শিল্পকে ১০-১৫ বছর কর অবকাশ, আমদানি শুল্ক ছাড় এবং স্পেশাল বন্ডেড ওয়ারহাউস, জাহাজীকরণে ফাস্ট ট্রাক ক্লিয়ারিং সুবিধা ও রফতানিতে ৫-১০ শতাংশ নগদ প্রণোদনা দেয়ার সুপারিশ করেছেন বেলেও জানান সরকারের এই শীর্ষ কর্মকর্তা।
১৫ জুলাই, মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ের আইসিটি টাওয়ারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে পারডু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোঃ মোস্তফা হোসাইন, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক ড. মেহেদী হাসান, সেমিকন্ডাক্টর বিশেজ্ঞ, গ্লোবাল ফাউন্ডার্স এর ভাইস প্রেসিডেন্ট ড. মাহবুব রাশেদ প্রমুখ উপস্থিত ছিলেন।