স্মার্ট রাইডারদের জন্য ‘রিভো মুনসুন অফার’ ঘোষণা
‘মনসুন অফার’-এ বৈদ্যুতিক বাইকের সঙ্গে হেলমেট, চাবির রিং ও ফ্রি সার্ভিস কুপনের পাশাপাশি ক্রেতাদের এই বর্ষায় একটি করে প্রিমিয়াম রেইনকোট উপহার দিচ্ছে রিভো। আগামী ১৫ আগস্ট পর্যন্ত রিভো বৈদ্যুতিক বাইক বা স্কুটির কিনলেই ক্রেতাদের এই উপহার দেয়া হবে।
১৪ জুলাই, সোমবার এই অফার নিয়ে রিভো বাংলাদেশের এক্সিকিউটিভ ডিরেক্টর ভেন নি জানিয়েছন, বর্ষা বদলে রাইডারদের পাশে থাকতে রেইন কোর্ট ও বিনামূ্ল্যে ফ্রি সার্ভিস কুপন দেয়া হচেছ। এর মেয়াদ বাইক কেনার ১২ মাস পর্যন্ত থাকবে। এ সময়ের মধ্যে বাইকে কোনো ধরনের সমস্যা হলে বাইকের মালিক একটি সার্ভিস পাবেন সম্পূর্ণ বিনামুল্যে। এতে করে নিজের বাইকটিকে ভালো অবস্থায় রাখতে মালিককে অতিরিক্ত খরচ নিয়ে ভাবতে হবে না।
এরইমধ্যে নতুন ই৫২, সি৩২ওয়াই, এ১২এস, এ১০ এবং সদ্য বাজারে আসা মডেল এ১১ মিলিয়ে ৫টি মডেলের বৈদ্যুতিক বাইক বাজারে ছেড়েছে রিভো।







