সাইবার সাপোর্ট ফর উইমেন অ্যান্ড চিলড্রেনের উদ্বেগ 

এখনো সরেনি ভিক্টিমের অনলাইন ভিডিও!

১ জুলাই, ২০২৫ ১৭:১৮  
১ জুলাই, ২০২৫ ১৮:৪৬  
এখনো সরেনি ভিক্টিমের অনলাইন ভিডিও!

হাইকোর্টের নির্দেশনা ও মেটাতে রিপোর্ট করেও সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজবাড়িতে কুমিল্লার মুরাদনগর উপজেলার বাহেরচর পাচকিত্তা গ্রামে ধর্ষণের শিকার ২৫ বছর বয়সী এক নারীর ভিডিও ও ছবি এখনো বিদ্যমান থাকায় উদ্বেগ প্রকাশ করেছে সাইবার সাপোর্ট ফর উইমেন অ্যান্ড চিলড্রেন (সিএসডব্লিউসি)। 

১ জুলাই (মঙ্গলবার) এ নিয়ে উদ্বেগ প্রকাশের পাশাপাশি এ ধরনের পাশবিকতার বিষয়ে বেশ কিছু দাবি উপস্থাপন করেছে সংগঠনটি। 

এর মধ্যে ধর্ষণসহ যেকোনো যৌন সহিংসতার ভুক্তভোগীর পরিচয় এবং ছবি গোপনীয়তা রক্ষার পাশাপাশি ভুক্তভোগীর সম্মতি ছাড়া কোনো ধরনের কনটেন্ট অনলাইনে প্রকাশ না করা এবং ব্যক্তিগত তথ্য সুরক্ষায় আইনি কাঠামো শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেছে সাইবার স্পেসের সুরক্ষাসহ জনকল্যাণে কাজ করা ১৩টি বেসরকারী সংগঠনের জোট সিএসডব্লিউসি। 

প্রযুক্তিকে ব্যবহার লিঙ্গভিত্তিক অপরাধ রোধে অপরাধীদের বিরুদ্ধে কার্যকর আইনগত ব্যবস্থা গ্রহণ নিশ্চিত করতে ডিজিটাল ফরেনসিক সাক্ষ্য গ্রহণ বাধ্যতামূলক করা, তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণের জন্য বিশেষ সাইবার ক্রাইম সেল গঠন করা, পাঠ্যক্রমে ডিজিটাল সাক্ষরতা সংক্রান্ত বিষয় অন্তর্ভুক্ত করা, ভুক্তভোগীর ডিজিটাল তথ্য ও প্রমাণাদির গোপনীয়তা সুরক্ষা নিশ্চিতে বিদ্যমান আইনের যথাযথ বাস্তবায়ন,  এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, ২০১২-এর যুগোপযোগী সংশোধন দাবি করেছে সাইবার সাপোর্ট ফর উইমেন অ্যান্ড চিলড্রেন। 

প্রসঙ্গত, বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট), সাইবার ক্রাইম অ্যাওয়্যারনেস ফাউন্ডেশন (সিক্যাফ),আইন ও শালিস কেন্দ্র (আসক), অরোধ্য ফাউন্ডেশন, আর্টিকেল নাইনটিন, ইনস্টিটিউট অফ ইনফরমেটিক্স অ্যান্ড ডেভলাপম্যান্ট (আই.আই.ডি), দ্যা টেক অ্যাকাডেমি, ব্র্যাক, বাংলাদেশ ইন্টারনেট গভর্নেন্স ফোরাম (বিআইজিএফ), বাংলাদেশ মহিলা পরিষদ, সাইবার টিনস, ডিজিটালি রাইট লিমিটেড ও হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস)  মিলে গঠিত হয়েছে সাইবার সাপোর্ট ফর উইমেন অ্যান্ড চিলড্রেন (সিএসডব্লিউসি)।