আইওএস ২৬-এ এলো এআই-চালিত ব্যাটারি সেভার

২৩ জুন, ২০২৫  
২৩ জুন, ২০২৫  
আইওএস ২৬-এ এলো এআই-চালিত ব্যাটারি সেভার

অ্যাপলের নতুন অপারেটিং সিস্টেম আইওএস ২৬ এর ডেভেলপার বেটা সংস্করণে যুক্ত হয়েছে “অ্যাডাপটিভ পাওয়ার মোড” নামের একটি ব্যাটারি সেভিং ফিচার, যা কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) মাধ্যমে আইফোনের চার্জ দীর্ঘস্থায়ী করতে সহায়তা করে। তবে এই সুবিধা পাবেন শুধুমাত্র আইফোন ১৫ প্রো সিরিজ ও আইফোন ১৬ সিরিজের ব্যবহারকারীরা।

অ্যাডাপটিভ পাওয়ার মোড সক্রিয় থাকলে, ফোনের স্ক্রিন ব্রাইটনেস কমানো থেকে শুরু করে নির্দিষ্ট কাজগুলো একটু ধীরে সম্পন্ন করার মাধ্যমে ফোন নিজে থেকেই চার্জ বাঁচাতে কাজ করবে। এটি আইফোনের প্রচলিত লো পাওয়ার মোড থেকে আলাদা, যা কেবল ২০% ব্যাটারি বাকি থাকলে সক্রিয় হয় এবং ব্যাকগ্রাউন্ড অ্যাক্টিভিটি সীমিত করে।

যদিও আইফোন ১১ মডেল পর্যন্ত আইওএস ১৬ সমর্থন করে, তবে অ্যাডাপটিভ পাওয়ার মোডের জন্য অ্যাপল ইন্টেলিজেন্স ফিচার প্রয়োজন, যা কেবল এম-চিপ ও এ১৭ প্রো বা পরবর্তী প্রসেসরযুক্ত ডিভাইসগুলোতে চালু করা হয়েছে।

নতুন এই মোড Settings > Battery > Power Mode অপশনে Low Power Mode-এর পাশে দেখা যাবে এবং ডেভেলপার বেটায় এটি ডিফল্টভাবে চালু থাকে।

অ্যাপল বিশ্লেষক মার্ক গারম্যান পূর্বেই ইঙ্গিত দিয়েছিলেন যে, ব্যাটারির ব্যবহার ও অভ্যাস বিশ্লেষণ করে অ্যাপভিত্তিক পাওয়ার অপ্টিমাইজেশন নিয়ে কাজ করছে অ্যাপল। এই ফিচার তারই বাস্তব রূপ।

ডিবিটেক/বিএমটি