নতুন কৌশলে সাইবার হামলাকারীরা

সম্প্রতি উত্তর কোরিয়ায় ভুয়া আইটি কর্মীদের চালানো সাইবার হামলা সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেছে সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান সফোস। এই সাইবার হামলাকারীদের "নিকেল ট্যাপেস্ট্রি" নামক অপারেশন সম্পর্কে অনুসন্ধান চালায় সফোস কাউন্টার থ্রেট ইউনিট (সিটিইউ)। এতে উঠে আসে এই সাইবার থ্রেটের ধরন এবং এর কৌশলের পরিবর্তন।চলতি বছরে
সাইবার আক্রমণের লক্ষ্যমাত্রা বৃদ্ধি নিয়ে তাদের পর্যবেক্ষণ বলছে,
সাফোস জানিয়েছে, উত্তর কোরিয়ার এই সাইবার থ্রেট নিয়ে যুক্তরাষ্ট্রে সচেতনতা বৃদ্ধি করা হলেও বর্তমানে ইউরোপ ও জাপানের প্রতিষ্ঠানগুলো এর লক্ষ্যবস্তু হয়ে উঠেছে। এই দেশগুলোতে বিভিন্ন জাতীয় পরিচয় দিয়ে ভুয়া আবেদনকারীরা সাইবার নিরাপত্তা খাতসহ আরও নানা ক্ষেত্রে চাকরি পাওয়ার চেষ্টা করছে।
সাইবার দুনিয়ায় যেহেতু সব দেশই সমান্তরাল, সেই অর্থে এই ঝুঁকি বিষয়ে সচেতন থকাতে পরামর্শ দিয়েছে বাংলাদেশের সাইবার ক্রাইম অ্যাওয়ারনেস ফাউন্ডেশন (সিক্যাফ)। সংগঠনটির ডিজিটাল ফুটপ্রিন্টের অধীনে থাকা প্রত্যেককে সাইবার লিটারেসি, এটিকেট ও হাইজিনের বিষয়ে সচেতন করছে।