বাস্তবে রূপ নিতে যাচ্ছে অ্যাপলের স্মার্ট গ্লাস

২৮ এপ্রিল, ২০২৫ ১৩:১০  
২৮ এপ্রিল, ২০২৫ ১২:১০  
বাস্তবে রূপ নিতে যাচ্ছে অ্যাপলের স্মার্ট গ্লাস

অ্যাপল তাদের নিজস্ব স্মার্ট গ্লাস উন্নয়নে দ্রুত অগ্রসর হচ্ছে বলে জানিয়েছে ব্লুমবার্গের মার্ক গারম্যান। 'এন৫০' কোডনামে তৈরি হতে যাওয়া এই ডিভাইসে অ্যাপলের কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি যুক্ত করা হবে। খবর ৯টু৫ ম্যাক।

মূলত মেটা ও রে-বেনের স্মার্ট গ্লাসের অনুরূপ, তবে আরও উন্নত প্রযুক্তিসহ অপেক্ষাকৃত সাশ্রয়ী মূল্যের পণ্য আনার পরিকল্পনা করছে অ্যাপল।

গারম্যানের মতে, এই স্মার্ট গ্লাস পরিবেশ বিশ্লেষণ করে ব্যবহারকারীকে তথ্য প্রদান করবে, তবে এটি পূর্ণাঙ্গ অগমেন্টেড রিয়েলিটির স্তরে পৌঁছাবে না। গোপনীয়তার কারণে এতে ছবি তোলার সুবিধা রাখা হবে কিনা, তা এখনো চূড়ান্ত হয়নি। 

পাশাপাশি, ক্যামেরাসংবলিত এয়ারপড উন্নয়নের কাজও চালিয়ে যাচ্ছে অ্যাপল। ধারণা করা হচ্ছে, ২০২৭ সালের দিকে এই দুটি নতুন ডিভাইস বাজারে আসতে পারে।

ডিবিটেক/বিএমটি