হুয়াওয়েসহ চীনা প্রতিষ্ঠানের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে এফসিসি

২৩ মার্চ, ২০২৫  
২৩ মার্চ, ২০২৫  
হুয়াওয়েসহ চীনা প্রতিষ্ঠানের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে এফসিসি

যুক্তরাষ্ট্রের ফেডারেল কমিউনিকেশনস কমিশন (এফসিসি) চীনা প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ব্যাপক তদন্ত শুরু করেছে। এফসিসি'র তথাকথিত "কাভার্ড লিস্ট"-এ থাকা হুয়াওয়ে, জেডটিই এবং চায়না টেলিকমসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠান এখনো যুক্তরাষ্ট্রে কার্যক্রম চালিয়ে যাচ্ছে বলে আশঙ্কা করা হচ্ছে। খবর এনগ্যাজেট।

২০২২ সালে বাইডেন প্রশাসন এই প্রতিষ্ঠানগুলোর টেলিযোগাযোগ সরঞ্জাম, ভিডিও নজরদারি প্রযুক্তি এবং সংশ্লিষ্ট পরিষেবাগুলোর বিক্রয় নিষিদ্ধ করে। এর মূল উদ্দেশ্য ছিল যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা রক্ষা করা এবং সন্দেহজনক টেলিযোগাযোগ সরঞ্জাম ব্যবহারের অনুমোদন বন্ধ করা।

এফসিসি চেয়ারম্যান ব্রেন্ডান কার জানান, কিছু প্রতিষ্ঠান নিষেধাজ্ঞা এড়ানোর জন্য বিকল্প উপায়ে যুক্তরাষ্ট্রে ব্যবসা পরিচালনা করছে। তিনি বলেন, "এই প্রতিষ্ঠানগুলো আমাদের বিধিনিষেধ এড়িয়ে যুক্তরাষ্ট্রে ব্যক্তিগত বা অনিয়ন্ত্রিত উপায়ে ব্যবসা চালানোর চেষ্টা করছে।"

এটি এফসিসি'র নবগঠিত ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের প্রথম প্রধান উদ্যোগ। কাউন্সিলটি যুক্তরাষ্ট্রের প্রযুক্তি ও টেলিযোগাযোগ খাতের ওপর বিদেশি নির্ভরতা কমানো, সাইবার হামলা ও গোয়েন্দাগিরির ঝুঁকি হ্রাস এবং গুরুত্বপূর্ণ প্রযুক্তির ক্ষেত্রে চীনের সঙ্গে প্রতিযোগিতায় যুক্তরাষ্ট্রকে এগিয়ে রাখার লক্ষ্যে গঠিত হয়েছে।

এফসিসি বলেছে, তারা "কাভার্ড লিস্ট"-এ থাকা প্রতিষ্ঠানগুলোর বর্তমান ব্যবসা কার্যক্রম এবং যেসব সংস্থা তাদের সহায়তা করছে, সে সম্পর্কিত বিস্তৃত তথ্য সংগ্রহ করবে। এ ছাড়া, তারা এমন সব ফাঁকফোকর বন্ধ করবে, যাতে সন্দেহভাজন বিদেশি প্রতিষ্ঠানগুলো নিষেধাজ্ঞা অমান্য করে যুক্তরাষ্ট্রে ব্যবসা চালিয়ে যেতে না পারে।

ডিবিটেক/বিএমটি