তিন দিন লক থাকলে অটো রিস্টার্ট হবে অ্যান্ড্রয়েড ফোন

গুগলের মোবাইল অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েডে নতুন একটি নিরাপত্তা ফিচার যুক্ত হয়েছে, যার ফলে কোনো ফোন টানা তিন দিন লক থাকলে সেটি স্বয়ংক্রিয়ভাবে রিস্টার্ট হবে। খবর টেকক্রাঞ্চ।
সোমবার গুগল প্লে সার্ভিসের মাধ্যমে এই আপডেট চালু করা হয়। “সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি” বিভাগে অন্তর্ভুক্ত নতুন এই ফিচারে বলা হয়েছে, "আপনার ডিভাইসটি যদি পরপর ৩ দিন লক থাকে, তাহলে এটি স্বয়ংক্রিয়ভাবে রিস্টার্ট হবে।"
এতদিন পর্যন্ত অ্যাপল এই ধরনের ফিচার তাদের আইওএস ডিভাইসে চালু করেছিল। এখন অ্যান্ড্রয়েডেও একই ধরনের সুরক্ষা যুক্ত হলো।
বিশেষজ্ঞদের মতে, এই পদক্ষেপ আইন প্রয়োগকারী সংস্থাগুলোর কাছে থাকা ফরেনসিক সরঞ্জাম দ্বারা লকড ফোনের তথ্য উদ্ধার কঠিন করে তুলবে। কারণ, ফোন রিস্টার্ট হলে তা “বিফোর ফাস্ট আনলক” অবস্থায় ফিরে যায়, যেখানে ফোনের অনেক ডেটা সম্পূর্ণরূপে এনক্রিপ্টেড থাকে এবং ব্যবহারকারীর পাসকোড ছাড়া তা প্রবেশযোগ্য নয়।
গুগল এখনও এই ফিচারের পেছনে তাদের উদ্দেশ্য সম্পর্কে কোনো মন্তব্য করেনি।
ডিবিটেক/বিএমটি