অ্যাডোবির সাথে চুক্তি ভেস্তে যাওয়ায় আইপিওতে যাচ্ছে ফিগমা

ক্লাউড-ভিত্তিক ডিজাইন প্ল্যাটফর্ম ফিগমা অনেকটা চুপিসারে যুক্তরাষ্ট্রে প্রাথমিক শেয়ার বাজারে (আইপিও) আসার জন্য আবেদন করেছে। ২০২৩ সালে ২০ বিলিয়ন ডলারের অ্যাডোবি অধিগ্রহণ চুক্তি ইউরোপ ও যুক্তরাজ্যের নিয়ন্ত্রক বাধায় বাতিল হওয়ার পর এ পদক্ষেপ নিল প্রতিষ্ঠানটি। খবর রয়টার্স।
ফিগমা ২০২২ সালে অ্যাডোবির সঙ্গে চুক্তিতে সম্মত হলেও, প্রতিযোগিতা বিরোধী উদ্বেগে তা বাস্তবায়িত হয়নি। এরপর ২০২৪ সালে প্রতিষ্ঠানটির মূল্যায়ন ছিল ১২.৫ বিলিয়ন ডলার।
বর্তমানে ফিগমা লাভজনক অবস্থানে রয়েছে এবং এর সেবা বিভিন্ন ডিজিটাল পণ্যের নকশা, শেয়ারিং ও টেস্টিংয়ে ব্যবহৃত হয়। গ্রাহকদের মধ্যে রয়েছে অ্যাডোবি, উবার, স্পটিফাই ও গুগল-এর মতো বড় প্রতিষ্ঠান। ২০১২ সালে ডিলান ফিল্ড ফিগমা প্রতিষ্ঠা করেন।
যুক্তরাষ্ট্রের আইপিও বাজারে সাম্প্রতিক অনিশ্চয়তা ও নীতিনির্ধারণী অস্পষ্টতার মধ্যেও ফিগমার এই পদক্ষেপকে বাজারে আত্মবিশ্বাসের প্রতীক হিসেবে দেখছেন বিশ্লেষকরা।
ডিবিটেক/বিএমটি