ইউটিউবে বড় ছেলেকে টপকে শীর্ষে জামাই

৯ এপ্রিল, ২০২৫  
৯ এপ্রিল, ২০২৫  
ইউটিউবে বড় ছেলেকে টপকে শীর্ষে জামাই

ইউটিউবে বাংলা নাটকের ভিউয়ে ১১ মাসে ভাঙল ৮ বছরের রেকর্ড।  জিয়াউল ফারুক অপূর্ব অভিনীত ‘বড় ছেলে’-কে টপকে শীর্ষে উঠলো ছোট পর্দার ‘জামাই’ খ্যাত নিলয় আলমগীর অভিনীত ‘শ্বশুর বাড়িতে ঈদ’।

মিজানুর রহমান আরিয়ানের বড় ছেলের ৫ কোটি ৪১ লাখ ৮২ হাজার ভিউকে ছাপিয়ে মহিন খান পরিচালিত শ্বশুর বাড়ির ঈদ নাটকটি মঙ্গলবার পর্যন্ত দেখা হয়েছে ৫ কোটি ৪৩ লাখ ৭৮ হাজার বার। গত বছরের এপ্রিলে মুক্তি পাওয়া এই নাটকে জামাই নিলয় আলমগীরের সঙ্গে অভিনয় করেছেন মেয়ে জান্নাতুল সুমাইয়া হিমি। নাটকে হিমির বাবা তারিক আনাম খান ও মা সাবেরী আলম। নাটকটিতে দেখা যায়, বিয়ের পর দূরে থাকলেও প্রথমবারে শ্বশুরবাড়িতে ঈদ করতে এসে ভিন্ন এক পরিস্থিতির মুখে পড়ে জামাই নিলয়। কেননা শ্বশুর কিপটে। তিনি ঈদে ফিতরা-জাকাত ইত্যাদি দিতে চান না। সেগুলো নিয়ে সোচ্চার হয় জামাই। নাটকে বার্তা দেওয়া হলেও সেটা কমেডির মাধ্যমে তুলে ধরা হয়েছে।

অপরদিকে প্রচারের পর থেকেই ভাইরাল দ্বিতীয় অবস্থানে চলে যাওয়া ‘বড় ছেলে’ নাটকটি মধ্যবিত্ত পরিবারের প্রেমের গল্প। নাটকে পরিবারের বড় ছেলে রাশেদ (অপূর্ব) বিয়ে করে ধনী পরিবারের মেয়ে রিয়াকে (মেহজাবীন)। রাশেদের বাবা একজন স্কুলশিক্ষক। সে অবসরে যাচ্ছে। তখন পরিবারের হাল ধরে বড় ছেলে। কিন্তু কোনো চাকরিই সে খুঁজে পায় না। অন্যদিকে রিয়াকে পরিবার থেকে বিয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়। বাস্তবতার কাছে হেরে যায় ভালোবাসা।

বড় ছেলে আর শ্বশুরবাড়িতে ঈদের ধাক্কায় ইউটিউব ভিউয়ে তৃতীয় স্থানে আছে জাকারিয়া সৌখিন নির্মিত নাটক ‘ভুলো না আমায়’। দুই বছর আগে প্রকাশিত মুশফিক আর ফারহান ও কেয়া পায়েল জুটির নাটকটির একই সময়ে দেখা হয়েছে ৪ কোটি ৯৮ লাখ বার।