ভারতে কিশোরদের জন্য নিষিদ্ধ হচ্ছে সোশ্যাল মিডিয়া!
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জোটসঙ্গী একটি দলের সংসদ সদস্য কিশোরদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধ করার প্রস্তাব দিয়েছেন। বিশ্বের সবচেয়ে বড় সামাজিক যোগাযোগমাধ্যম বাজারগুলোর একটি হিসেবে পরিচিত ভারতে এই প্রস্তাব ঘিরে কিশোরদের মানসিক স্বাস্থ্য ও অনলাইন নিরাপত্তা নিয়ে চলমান বৈশ্বিক বিতর্ক নতুন গতি পেল। খবর রয়টার্স।
তেলুগু দেশম পার্টির সংসদ সদস্য এল এস কে দেবারায়ালু রয়টার্সকে বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে আসক্ত হয়ে পড়ছে ভারতের শিশুরা। একই সঙ্গে বিদেশি প্ল্যাটফর্মের জন্য বিপুল পরিমাণ তথ্য উৎপাদন করছে ভারত, যার কৌশলগত ও অর্থনৈতিক সুফল পাচ্ছে অন্য দেশগুলো। তাঁর ভাষ্য অনুযায়ী, এই তথ্য ব্যবহার করেই বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবস্থা গড়ে তুলছে।
১৫ পৃষ্ঠার প্রস্তাবিত বিলে বলা হয়েছে, ১৬ বছরের কম বয়সীরা কোনো সামাজিক যোগাযোগমাধ্যমে হিসাব খুলতে বা ব্যবহার করতে পারবে না। বয়স যাচাইয়ের সম্পূর্ণ দায়িত্ব সংশ্লিষ্ট প্ল্যাটফর্মগুলোর ওপর দেওয়ার প্রস্তাবও রাখা হয়েছে।
উল্লেখ্য, অস্ট্রেলিয়া ইতিমধ্যে ১৬ বছরের নিচে সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধ করেছে। ফ্রান্স, যুক্তরাজ্য ও ডেনমার্কসহ ইউরোপের কয়েকটি দেশও একই ধরনের নীতি বিবেচনা করছে।
ভারতে এই বিলটি বেসরকারি সদস্যদের উদ্যোগে উত্থাপিত হলেও, সংসদে আলোচনার মাধ্যমে ভবিষ্যৎ আইন প্রণয়নে প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা।
ডিবিটেক/বিএমটি







