সিলেক্টইউএসএ টেক পিচ প্রতিযোগিতার বিজয়ী ‘প্রাইমসিংক সল্যুশন্স’

সিলেক্টইউএসএ টেক পিচ প্রতিযোগিতার বিজয়ী ‘প্রাইমসিংক সল্যুশন্স’
৩০ জানুয়ারি, ২০২৬ ১০:৫৪  

যুক্তরাষ্ট্রে বিদেশী বিনিয়োগ (FDI) আকর্ষণ, চাকরি সৃষ্টি এবং ব্যবসার প্রসারে দেশটির সরকারের পক্ষ থেকে আয়োজিত সিলেক্টইউএসএ ২০২৬ টেক পিচ প্রতিযোগিতায় বিজয়ী হয়েছে  বাংলাদেশের প্রযুক্তি প্রতিষ্ঠান প্রাইমসিংক সল্যুশন্স। ৩৫০ জন আবেদনকারীর মধ্য থেকে নির্বাচিত এই বিজয়ী ৩–৬ মে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য সিলেক্টইউএসএ ইনভেস্টমেন্ট সামিটে অংশগ্রহণের জন্য বিনামূল্যে নিবন্ধনের সুযোগ পেলেন।

গুলশানের ইএমকে সেন্টারে ২৯ জানুয়ারি, বৃহস্পতিবার প্রতিযোগিতার বিজয়ীর নাম ঘোষণা করেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। এসময় রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন সকল অংশগ্রহণকারীকে ভবিষ্যৎ উদ্যোক্তা সাফল্যের লক্ষ্যে তাদের উদ্ভাবনী ধারণাগুলো এগিয়ে নেওয়ার আহ্বান জানান।

৩০ জানুয়ারি, শুক্রবার ঢাকাস্থ যুক্তরাষ্ট্র মিশনের মুখপাত্র পূর্ণিমা রাই-এর পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, উদ্ভাবনকে উৎসাহিত করতে এবং বিশ্বের সেরা কোম্পানিগুলোকে যুক্তরাষ্ট্রে আকৃষ্ট করার লক্ষ্যে যুক্তরাষ্ট্র সরকার সিলেক্টইউএসএ উদ্যোগটি চালু করে। এই উদ্যোগ বিনিয়োগকারী, কোম্পানি এবং অর্থনৈতিক উন্নয়ন সংস্থাগুলোর মধ্যে সংযোগ স্থাপন করে বৈদেশিক প্রত্যক্ষ বিনিয়োগ বৃদ্ধি এবং কর্মসংস্থান সৃষ্টিতে ভূমিকা রাখে।

প্রসঙ্গত, সিলেক্টইউএসএ টেক পিচ প্রতিযোগিতা আমেরিকান উদ্ভাবন ও প্রযুক্তিগত উৎকর্ষ উদযাপন করে। পিচ প্রতিযোগিতার আগে, যুক্তরাষ্ট্রের বিভিন্ন কর্মসূচির বাংলাদেশি প্রাক্তন অংশগ্রহণকারীরা যুক্তরাষ্ট্রে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতার আলোকে প্রতিযোগীদের ব্যবসায়িক পরিকল্পনা ও পিচ উন্নয়নে পরামর্শ দিয়েছেন। 

ডিবিটেক/বিজ্ঞপ্তি/ ইকে