বাংলাদেশে তৈরি ইলেকট্রনিক্স পণ্য ইউরোপে রফতানি করছে সিঙ্গার বাংলাদেশ

বাংলাদেশে তৈরি ইলেকট্রনিক্স পণ্য  ইউরোপে রফতানি করছে সিঙ্গার বাংলাদেশ
৩১ জানুয়ারি, ২০২৬ ০০:৪৪  

স্থানীয় বাজারের জন্য বাংলাদেশেই রেফ্রিজারেটর, টেলিভিশন, এয়ার কন্ডিশনার, ওয়াশিং মেশিনসহ বিভিন্ন গৃহস্থালি পণ্যের উৎপাদন করছে তুরস্কের কচ হোল্ডিং-এর ফ্ল্যাগশিপ প্রতিষ্ঠান বেকো’র সহযোগী প্রতিষ্ঠান সিঙ্গার বাংলাদেশ লিমিটেড। বাংলাদেশের মোট চাহিদার ৯০ শতাংশের বেশি দেশেই উৎপাদন করে আমদানি নির্ভরতা উল্লেখযোগ্যভাবে কমিয়ে এখন ইউরোপীয় বাজারে রফতানি কার্যক্রম শুরু করেছে সেলাই মেশিন দিয়ে বাংলাদেশে ব্যাপক পরিচিত পাওয়া ব্র্যান্ডটি।

নিজেদের ওয়্যার হারনেস কম্পোনেন্টের প্রথম রফতানি চালান করার কথা ৩০ জানুয়ারি, শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে সিঙ্গার বাংলাদেশ।

এতে বলা হয়, বর্তমানে প্রতিষ্ঠিত পণ্য ও সেবার পাশাপাশি ইলেকট্রক্স পণ্য উৎপাদন ও বাজার চাহিদা মেটাতে বাংলাদেশে একাধিক রূপান্তরমূলক উদ্যোগ গ্রহণ করেছে। এই রূপান্তরের অংশ হিসেবে সিঙ্গার চালু করেছে অত্যাধুনিক উৎপাদন কারখানা, দেশের প্রথম কনসেপ্ট স্টোর ও ফ্ল্যাগশিপ স্টোর এবং প্রতিষ্ঠানের নতুন ভাবনাকে প্রতিফলিত করে এমন আধুনিক কর্মস্থল। সম্প্রতি প্রতিষ্ঠানটি ইউরোপীয় বাজারে রফতানি কার্যক্রম শুরু করেছে এবং নিজস্ব কারখানায় প্রথমবারের মতো এয়ার কন্ডিশনার উৎপাদন চালু করেছে।

‘সামাজিক ও অর্থনৈতিক নানা চ্যালেঞ্জের মধ্যেও ২০২৫ সালে সিঙ্গার বাংলাদেশ ১৪.৩ শতাংশ রাজস্ব প্রবৃদ্ধি অর্জন করেছে। একই সঙ্গে প্রতিষ্ঠানটির স্থূল মুনাফা বেড়েছে ২১৪ মিলিয়ন টাকা’ -যোগ করা হয় সংবাদ বিজ্ঞপ্তিতে।

প্রসঙ্গত, ২০২৫ সালের শুরুতে বাংলাদেশ স্পেশাল ইকোনমিক জোনে (BSEZ) অত্যাধুনিক হোম অ্যাপ্লায়েন্সেস কারখানা উদ্বোধনের মাধ্যমে সিঙ্গার বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জন করেছে। ৭৮ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগে নির্মিত এই কারখানাটি উদ্ভাবন, টেকসই উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টির ক্ষেত্রে একটি বড় উদ্যোগ। এখানে প্রায় চার হাজার মানুষের কর্মসংস্থানের সম্ভাবনা রয়েছে। 

ডিবিটেক/ইএসএম/ ইকে