চাঁদপুরে আ.লীগের ফেসবুক পেজের অ্যাডমিন আটক
চাঁদপুরের শাহরাস্তিতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে বাধাগ্রস্ত করার অপচেষ্টার অভিযোগে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব, অপপ্রচার ও বিভ্রান্তিমূলক তথ্য ছড়ানোর দায়ে একটি টেলিগ্রাম ও ফেসবুক পেজের অ্যাডমিনকে আটক করেছে পুলিশ।
দেশের সার্বভৌমত্ব ও জননিরাপত্তা বিঘ্নিত করার অভিযোগে ‘আমরা ঐক্যবদ্ধ ৬৪ জেলার বঙ্গবন্ধু সৈনিক’ নামের একটি টেলিগ্রাম ও ফেসবুক পেজের অ্যাডমিন জাহাঙ্গীর হোসেন তালুকদারকে (৫০) ৩০ জানুয়ারি, শুক্রবার দুপুরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আটক করা হয়।
আটক জাহাঙ্গীর হোসেন তালুকদার চাঁদপুরের শাহরাস্তি উপজেলার চিতোষী পূর্ব ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের আফাজ মিস্ত্রী বাড়ির বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা যায়, ওই টেলিগ্রাম ও ফেসবুক পেজে পতিত সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম ব্যবহার করে যৌথ অ্যাডমিনশিপ পরিচালনা করা হচ্ছিল।
পুলিশ আরও জানায়, জাহাঙ্গীর হোসেন তালুকদার এর আগেও নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগের কর্মকাণ্ডে জড়িত ছিলেন। গত বছরের ২৩ জুন শাহরাস্তি থানাধীন দক্ষিণ টামটা ইউনিয়নের ওয়ারুক স্টেশন বাজার এলাকায় নিষিদ্ধ সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশ ও সরকারবিরোধী বিক্ষোভ মিছিল ও ভাঙচুরের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের হওয়া একটি মামলায় তিনি ওয়ারেন্টভুক্ত আসামি।
শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান জানান, গ্রেফতার জাহাঙ্গীর হোসেন দীর্ঘদিন ধরেই গোয়েন্দা নজরদারিতে ছিলেন। তার ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করা হয়েছে এবং সংশ্লিষ্ট সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট ও কনটেন্ট যাচাই-বাছাই করা হচ্ছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।
ডিবিটেক/বিএমএন/ইকে







