দেশে কার্ভড ডিসপ্লের ৫জি ‘নোট এজ’ স্মার্টফোন আনল ইনফিনিক্স

দেশে কার্ভড ডিসপ্লের ৫জি ‘নোট এজ’ স্মার্টফোন আনল ইনফিনিক্স
২৫ জানুয়ারি, ২০২৬ ২০:১২  

  বাংলাদেশে তাদের নোট সিরিজের নতুন স্মার্টফোন ইনফিনিক্স নোট এজ উন্মোচন করেছে ইনফিনিক্স। নোট এজ উন্মোচনের পাশাপাশি বাংলাদেশে নারী ফুটবলের প্রতি দীর্ঘমেয়াদি সমর্থনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে ইনফিনিক্স। এই উদ্যোগের অংশ হিসেবে জাতীয় নারী ফুটবল দলের ক্যাপ্টেইন আফঈদা খন্দকার এবং খেলোয়াড় খেলোয়াড় ঋতুপর্ণা চাকমা ইনফিনিক্সের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে যুক্ত হয়েছেন। 

কার্ভড ডিসপ্লে ও ৫জি প্রযুক্তির স্মার্টফোনটি আপার-মিড রেঞ্জ সেগমেন্টের। নির্মাতাদের দাবি, নোট এজে স্বল্পমেয়াদি আকর্ষণী ফিচারের পরিবর্তে দীর্ঘমেয়াদি ব্যবহারযোগ্যতা, স্থিতিশীল পারফরম্যান্স ও সফটওয়্যার সাপোর্টকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। নিয়মিত ব্যবহারে নোট এজ ফোনটি তিন থেকে চার বছর নিশ্চিন্তে ব্যবহার করা যাবে।

 মাত্র ৭.২ মিলিমিটার পূরুত্বের ও হালকা ওজনের ইনফিনিক্স নোট এজে রয়েছে ৩ডি কার্ভড ১.৫কে আল্ট্রা এইচডি আই প্রোটেকশন ডিসপ্লে, যার চারপাশে রয়েছে সমান ও অতি-সংকীর্ণ বেজেল। ফটোগ্রাফির জন্য ফোনটিতে রয়েছে ৫০ মেগাপিক্সেল ক্যামেরা।

নোট এজে ব্যবহার করা হয়েছে বিশ্বের প্রথম মিডিয়াটেক ডাইমেনসিটি ৭১০০ ফাইভজি প্রসেসর। ফোনটিতে তিন বছর অপারেটিং সিস্টেম আপডেট এবং পাঁচ বছর নিরাপত্তা প্যাচ আপডেট পাওয়া যাবে। 

ইনফিনিক্স নোট এজ সিল্ক গ্রিন ও লুনার টাইটানিয়াম রঙে পাওয়া যাবে। পাশাপাশি স্টেলার ব্লু ও শ্যাডো ব্ল্যাক রঙের ভ্যারিয়েন্টও থাকছে। বাংলাদেশে ফোনটির মূল্য নির্ধারণ করা হয়েছে ৮ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ সংস্করণের জন্য ২৯ হাজার ৯৯৯ টাকা এবং ৮ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ সংস্করণের জন্য ৩১ হাজার ৯৯৯ টাকা। ডিভাইসটি এখন দেশের অনুমোদিত রঅনলাইন প্ল্যাটফর্মে পাওয়া যাচ্ছে।

ডিবিটেক/এফএম/ইকে