প্রথম মাইগ্রেশনে এমবিবিএস-বিডিএসে ভর্তির সুযোগ পেলেন ১০২ শিক্ষার্থী
সারাদেশের সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ২০২৫–২৬ শিক্ষাবর্ষে এমবিবিএস ও বিডিএস কোর্সে প্রথম দফার মাইগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। একই সঙ্গে অপেক্ষমাণ তালিকা থেকে শূন্য আসনে প্রাথমিকভাবে ১০২ জন শিক্ষার্থীকে ভর্তির জন্য মনোনীত করা হয়েছে।
স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. মো. মহিউদ্দিন মাতুব্বর স্বাক্ষরিত ২৫ জানুয়ারি, রবিবার জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ভর্তি পরীক্ষার প্রকাশিত ফলাফলের ভিত্তিতে প্রচলিত বিধি অনুযায়ী শিক্ষার্থীদের অনলাইনে পূরণ করা মাইগ্রেশন ফরমের তথ্য ব্যবহার করে স্বয়ংক্রিয়ভাবে প্রথম দফার মাইগ্রেশন কার্যক্রম সম্পন্ন করা হয়। মেধাক্রম, শিক্ষার্থীর পছন্দক্রম এবং কলেজে আসন শূন্যতার ভিত্তিতে বিভিন্ন মেডিকেল ও ডেন্টাল কলেজে শিক্ষার্থীদের নির্ধারণ করা হয়েছে।
মাইগ্রেশনে সুযোগ পাওয়া শিক্ষার্থীদের আগামী ২৬ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারির মধ্যে বর্তমান ভর্তিকৃত কলেজের অধ্যক্ষের দপ্তরে যোগাযোগ করে বদলি–সংক্রান্ত সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে কেউ মাইগ্রেশন সম্পন্ন করতে ব্যর্থ হলে উভয় কলেজ থেকেই তার ছাত্রত্ব বাতিল বলে গণ্য হবে।
এ ছাড়া অপেক্ষমাণ তালিকা থেকে যেসব শিক্ষার্থী প্রাথমিকভাবে ভর্তির জন্য নির্বাচিত হয়েছেন, তাঁদেরও একই সময়ের মধ্যে সংশ্লিষ্ট মেডিকেল কলেজ, ডেন্টাল কলেজ বা ইউনিটের অধ্যক্ষের দপ্তরে যোগাযোগ করে ভর্তি প্রক্রিয়া শেষ করতে নির্দেশ দেওয়া হয়েছে।
ভর্তির সময় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অধ্যক্ষের নেতৃত্বে গঠিত স্থানীয় ভর্তি কমিটি শিক্ষার্থীদের শিক্ষাগত মূল সনদপত্র যাচাই করবে এবং মেডিকেল বোর্ড স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করবে। ভর্তির ক্ষেত্রে স্বাস্থ্য শিক্ষা অধিফতরের পূর্বে প্রকাশিত ভর্তি বিজ্ঞপ্তির অন্যান্য শর্ত অপরিবর্তিত থাকবে।
অপেক্ষমাণ তালিকা থেকে নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তির সময় যেসব কাগজপত্র জমা দিতে হবে, সেগুলোর মধ্যে রয়েছে—এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষার প্রবেশপত্র, এইচএসসি সমমান পরীক্ষার মূল রেজিস্ট্রেশন কার্ড,এসএসসি ও এইচএসসি সমমান পরীক্ষার একাডেমিক ট্রান্সক্রিপ্ট ও নম্বরপত্র, এসএসসি ও এইচএসসি পরীক্ষার পাশের মূল সনদ ও প্রশংসাপত্র, স্থানীয় জনপ্রতিনিধি কর্তৃক প্রদত্ত নাগরিক সনদ এবং সদ্য তোলা চার কপি সত্যায়িত পাসপোর্ট সাইজের রঙিন ছবি।
পার্বত্য জেলার উপজাতীয় প্রার্থীদের ক্ষেত্রে চিফ ও জেলা প্রশাসকের সনদ এবং অ-উপজাতীয় প্রার্থীদের ক্ষেত্রে সার্কেল চিফ বা জেলা প্রশাসকের সনদ জমা দিতে হবে। অন্যান্য জেলার উপজাতীয় প্রার্থীদের জন্য গোত্র প্রধান ও সংশ্লিষ্ট জেলা প্রশাসকের সনদ বাধ্যতামূলক।
মাইগ্রেশন ও অপেক্ষমাণ তালিকা থেকে নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের ওয়েবসাইট (www.dgme.gov.bd) এবং স্বাস্থ্য অধিদফতরের ওয়েবসাইটে (www.dghs.gov.bd) পাওয়া যাবে।
ডিবিটেক/ডিএম/ইকে







