সংসদ নির্বাচন বানচালের ষড়যন্ত্র বিবেচনায় 

সিইসিকে স্মারকলিপি দিয়েছে পলিটেকনিক শিক্ষার্থীরা

সিইসিকে স্মারকলিপি দিয়েছে পলিটেকনিক শিক্ষার্থীরা
৩১ জানুয়ারি, ২০২৬ ১৪:২১  

উপসহকারী প্রকৌশলী পদে বিএসসি ডিগ্রিধারীদের নিয়োগের সুপারিশ বাতিলের দাবিতে আবারও আন্দোলনে নেমেছে পলিটেকনিক শিক্ষার্থীরা। এবার তারা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বানচালের ষড়যন্ত্র দেখছে। 

৩১ জানুয়ারি, শনিবার দুপুরে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট থেকে পাঁচ শতাধিক শিক্ষার্থী বের হয়ে আগারগাঁও নির্বাচন কমিশনের সামনে অবস্থান নেয়। 

এরপর ‘কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ’ ব্যনারে ১১ জনের একটি প্রতিনিধিদল প্রধান নির্বাচন কমিশনারের স্মারকলিপি দেয়। স্মারকলিপি বিষয়ে উপস্থিত সাংবাদিকদের সামনে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের দ্বিতীয় বর্ষের চতুর্থ সেমিস্টারে শিক্ষার্থী মো. সিয়ামের অভিযোগ, 'বিএসসি ও ডিপ্লোমা প্রকৌশলীদের মধ্যে বিদ্যমান পেশাগত সমস্যা নিরসন' আন্তঃমন্ত্রণালয় কমিটির মাধ্যমে বিএসসি এবং ডিপ্লোমা উভয় প্রকৌশল শিক্ষায় অধ্যয়নরত শিক্ষার্থীদের মুখোমুখি অবস্থানে দাঁড় করানো হয়েছে।’

এতে ত্রয়োদশ জাতীয় নির্বাচন বানচালের ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড দেখছেন ওই শিক্ষার্থী। তিনি বলেন, ‘এজন্য বর্তমান সরকারের গঠিত কমিটি বাতিল করতে হবে।’ 

ঢাকা পলিটেকনিকের তৃতীয় বর্ষের ষষ্ঠ পর্বের শিক্ষার্থী জিসান হোসেন বলেন, ‘একই দাবিতে আমরা প্রধান উপদেষ্টার কাছে স্মারক লিপি দিয়েছি।’

বর্তমান সরকারের দুই উপদেষ্টার নেতৃত্বে গঠিত কমিটি দশম গ্রেডের উপসহকারী প্রকৌশলী পদে ডিপ্লোমা প্রকৌশলীদের পাশাপাশি বিএসসি প্রকৌশলীদের নিয়োগের বিধান করার যে সুপারিশ করেছে তা বাতিলের দাবি জানিয়ে আসছে শিক্ষার্থীরা।  

প্রধান নির্বাচন কমিশনারকে দেয়া স্মারকলিপি ৯টি দাবি তুলে ধরেছে আন্দোলনকারীরা। দাবিগুলো হলো- 

১. দেশের সকল প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ক্রেডিট ট্রান্সফারের মাধ্যমে ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য ন্যূনতম শতকরা ৩৩ শতাংশ আসনে ভর্তি নিশ্চিত করতে হবে।
২. পূর্বের ন্যায় ৩ বছর অভিজ্ঞতা সম্পন্ন ডিপ্লোমা প্রকৌশলীদের ৯ম গ্রেডে আবেদন করার সুযোগ পুনর্বহাল করতে হবে।
৩. প্রকৌশল সেক্টরের মতো দেশের অন্যান্য সকল সরকারি সংস্থার ১০ম গ্রেডের পদে, যেখানে ডিগ্রিধারীরা ৯ম গ্রেডে আবেদন করতে পারেন, সেখানে ডিপ্লোমা প্রকৌশলীদের আবেদনাধিকার নিশ্চিত করতে হবে।
৪. জেনারেল শিক্ষার্থীদের জন্য নির্ধারিত পদ দখল করে কোনো প্রকৌশলীকে জেনারেল ক্যাডারে প্রবেশের সুযোগ দেওয়া যাবে না।
৫. যেহেতু ডিপ্লোমা ও ডিগ্রি প্রকৌশলীদের ক্রেডিট আওয়ার সমান, সেহেতু পরিচয় ব্যবহারের ক্ষেত্রে উভয়ের জন্য সমতা নিশ্চিত করতে হবে-
যেমন, ডিপ্লোমা প্রকৌশলীদের নামের আগে "ডিপ্লোমা প্রকৌশলী" লিখতে হলে ডিগ্রিধারীদের জন্য বাধ্যতামূলকভাবে "ডিগ্রি প্রকৌশলী" ব্যবহার নিশ্চিত করতে হবে।
৬. জেনারেল শিক্ষায় উচ্চশিক্ষা গ্রহণের ক্ষেত্রে ক্রেডিট আওয়ার বিবেচনায় ডিপ্লোমা প্রকৌশলীদের পরবর্তী উচ্চতর শিক্ষায় ভর্তির সুযোগ দিতে হবে।
৭. দেশের ইঞ্জিনিয়ারিং শিক্ষা ও ইঞ্জিনিয়ারদের বিশ্ববিদ্যালয়সমূহের মেম্বারশিপ ও কারিকুলাম বিষয়ে আইইবি ও BAETE-এর একচ্ছত্র খবরদারি বন্ধ করে এই দায়িত্ব সরকারকে সরাসরি গ্রহণ করতে হবে।
৮. শিক্ষা কারিকুলামের ক্রেডিট আওয়ারের ভিত্তিতে ইঞ্জিনিয়ারিং ও জেনারেল সার্টিফিকেটের ন্যায্য সমতা নির্ধারণ করতে হবে।
৯. দেশের স্বার্থে আইডিইবি কর্তৃক ঘোষিত সকল যৌক্তিক দাবি অবিলম্বে মেনে নিতে হবে।

আন্দোলনকারীরা কারিগরি ছাত্র আন্দোলনের এসব দাবী মেনে নিয়ে অনতিবিলম্বে বাস্তবায়ন করার কথা স্মারকলিপিতে উল্লেখ করেছে।

ডিবিটেক/ডিএম/ইকে