গত বছরে রফতানিতে শীর্ষ যে ১০ বেসিস প্রতিষ্ঠান
২০২৪ সালের এপ্রিল মাস থেকে প্রশাসক দিয়েই চলছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)-এর কার্যক্রম। নানা নাটকীয়তার মধ্য দিয়ে ২০২৬–২০২৮ মেয়াদের কার্যনির্বাহী পর্ষদ নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি চলছে। তবে জাতীয় সংসদ নির্বাচনের পর নির্বাচন হতে পারে।
ফলে ২৭ জানুয়ারি গত বছরে আইটি ও আইটিইএস রফতানিকারক প্রতিষ্ঠানকে সম্মননা দেয়ার উদ্যোগ নিয়েছে বেসিস পরিচালনা পর্ষদ। বেসসি প্রশাসক স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের যুগ্মসচিব আবুল খায়ের মোহাম্মদ হাফিজুল্লাহ খানের সভাপতিত্বে সন্ধ্যায় ঢাকার রেডিসন ব্লু-তে অনুষ্ঠিত হতে যাচ্ছে বেসিস আইটি এক্সপোর্টস নাইট। অনুষ্ঠানে বাংলাদেশের শীর্ষ ১০ আইটি ও আইটিইএস রপ্তানিকারক প্রতিষ্ঠানের প্রধানদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেবে আইসিটি সচিব শীষ হায়দার চৌধুরী।
সূত্র বলছে, এবার এই সম্মাননা পেতে যাচ্ছে বিআইজেআইটি লিমিটেড, ব্রেইন স্টেশন ২৩ লিমিটেড, উল্কাসেমি প্রাইভেট লিমিটেড, সেলিস ডিজিটাল প্ল্যাটফর্মস, সেফালো বাংলাদেশ লিমিটেড, স্যামসাং আর অ্যান্ড ডি ইনস্টিটিউট বাংলাদেশ লিমিটেড, এনোসিস সলিউশনস, থেরাপ (বিডি) লিমিটেড, রেডিয়েন্ট ডাটা সিস্টেমস লিমিটেড এবং ডাটা পাথ লিমিটেড।
ডিবিটেক/ইএম/এইচই







