বিডার নির্বাহী চেয়ারম্যানের সঙ্গে রবির সিইও জিয়াদ সাতারার সাক্ষাৎ

বিডার নির্বাহী চেয়ারম্যানের সঙ্গে রবির সিইও জিয়াদ সাতারার সাক্ষাৎ
৩০ জানুয়ারি, ২০২৬ ১০:০৫  

রবি আজিয়াটা  ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (এমডি ও সিইও) জিয়াদ সাতারা বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এবং অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা)-এর নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

রবি এমডি ও সিইও হিসেবে সম্প্রতি প্রথম এ বৈঠকে সরকারি ও বেসরকারি খাতের সহযোগিতা আরও জোরদার করা এবং বাংলাদেশের সামগ্রিক বিনিয়োগ পরিবেশ উন্নয়নে যৌথ অঙ্গীকারের বিষয়টি গুরুত্ব পায়।

এ সময় জিয়াদ সাতারা বাংলাদেশে রবির কৌশলগত অগ্রাধিকার ও দীর্ঘমেয়াদি বিনিয়োগ পরিকল্পনা তুলে ধরেন। তিনি টেকসই প্রবৃদ্ধি, ডিজিটাল সংযোগ সম্প্রসারণ এবং দেশের সামগ্রিক জাতীয় উন্নয়ন লক্ষ্যে অবদান রাখার ক্ষেত্রে রবি'র দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

একই সঙ্গে তিনি নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরীর অব্যাহত সহায়তা ও গঠনমূলক সহযোগিতার জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ সময় রবির চিফ কর্পোরেট অ্যান্ড রেগুলেটরি অফিসার, সাহেদ আলম এবং ডিরেক্টর, পাবলিক অ্যাফেয়ার্স অ্যান্ড সাসটেইনেবিলিটি, শরীফ শাহ জামাল রাজ উপস্থিত ছিলেন।

ডিবিটেক/ইকর/জেইইচ