চুয়েটে “কন্টিনিউইং প্রফেশনাল ডেভেলপমেন্ট ফর অফিসার” শীর্ষক ট্রেইনিং অনুষ্ঠিত
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)—এর ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর উদ্যোগে “কন্টিনিউইং প্রফেশনাল ডেভেলপমেন্ট ফর অফিসারস" শীষর্ক ট্রেইনিং অনুষ্ঠিত হয়েছে।
২৮ জানুয়ারি (বুধবার) বিকাল চুয়েটের একাডেমিক কাউন্সিল কক্ষে অনুষ্ঠিত প্রশিক্ষণে প্রধান অতিথি ছিলেন চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া।
প্রশিক্ষণে রিসোর্স পার্সন ছিলেন বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট (বিআইএম) এর উর্ধ্বতন ব্যবস্থাপনা কাউন্সিলর ও একাউন্টিং এ্যান্ড ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট এর বিভাগীয় প্রধান এম. আমিনুর।
প্রশিক্ষণে সভাপতিত্ব করেন চুয়েট আইকিউএসি'র পরিচালক অধ্যাপক ড. মোঃ আব্দুর রহমান ভূঁইয়া। এতে স্বাগত বক্তব্য রাখেন ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি) এর অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মোঃ সানাউল রাব্বী। অনুষ্ঠান সঞ্চালনা করেন আইকিউএসি এর সেকশন অফিসার মোঃ ইমরান হোসেন।
ডিবিটেক/ এসবি/ এনএম







