দৈনন্দিন কাজের এআই টুলস ‘রয়্যাল বেঙ্গল এআই’

দৈনন্দিন কাজের এআই টুলস  ‘রয়্যাল বেঙ্গল এআই’
৩১ জানুয়ারি, ২০২৬ ১৩:০০  

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) যখন যুক্তরাষ্ট্রজুড়ে বড় বড় শিল্প খাতকে বদলে দিচ্ছে, তখন ভিন্ন পথে হাঁটছে ভার্জিনিয়াভিত্তিক একটি স্টার্টআপ। ছোট ব্যবসা, কনটেন্ট ক্রিয়েটর ও ব্যক্তিগত ব্যবহারকারীদের জন্য নীরবে ও দক্ষতার সঙ্গে প্রতিদিনের কাজ স্বয়ংক্রিয় করে দিতে নতুন একটি এআই টুলস নিয়ে আসেছে ‘রয়্যাল বেঙ্গল এআই’ নামের এই প্রতিষ্ঠানটি। প্রতিষ্ঠানটির দাবি, আলাদা কোনো মার্কেটিং টিম নিয়োগ ছাড়াই এই এআই অ্যাসিটেন্টটির মাধ্যমে ছোট ব্যবসাগুলো খুব সহজেই কনটেন্ট তৈরি, ভিজ্যুয়াল ডিজাইন, সোশ্যাল মিডিয়া পোস্ট ম্যানেজমেন্ট এবং গ্রাহকের সঙ্গে যোগাযোগ করতে পারবে।

৩১ জানুয়ারি, শনিবার গণমাধ্যমে পাঠানো এই সংবাদ বিজ্ঞপ্তিতে বেঙ্গল এআই-এর হেড অব কোম্পানি এমডি রাফাত রহমান বলেন, “আমাদের লক্ষ্য হলো উন্নত এআই প্রযুক্তিকে এমনভাবে উপস্থাপন করা, যাতে মানুষ কোনো প্রশিক্ষণ বা টেকনিক্যাল জ্ঞান ছাড়াই ব্যবহার করতে পারে। ব্যবহারকারীদের যদি এআই নিয়ে ভাবতেই না হয়—তাহলেই আমরা সফল।”

তিনি জানান, আগামী দিনে ডিজিটাল মার্কেটিংয়ের গণ্ডি ছাড়িয়ে শিক্ষা, ফাইন্যান্স ও দৈনন্দিন প্রোডাক্টিভিটি খাতে এআই-ভিত্তিক আরও পণ্য আনার পরিকল্পনা রয়েছে রয়্যাল বেঙ্গল এআই-এর। তবে প্রতিটি পণ্যের ক্ষেত্রেই মূল নীতিটি একই থাকবে—অপ্রয়োজনীয় জটিলতা বাদ দিয়ে বাস্তব সমস্যার সহজ সমাধান। 

জনাযায়, যুযুক্তরাষ্ট্রজুড়ে যখন এআই গ্রহণের গতি বাড়ছে, তখন রয়্যাল বেঙ্গল এআই সেই স্টার্টআপগুলোর প্রতিনিধিত্ব করছে। ক্তরাষ্ট্রে নিবন্ধিত ও সদর দপ্তর থাকলেও প্রতিষ্ঠানটির টিম গ্লোবালি ডিস্ট্রিবিউটেড। বিশেষভাবে শিক্ষার্থী ও ক্যারিয়ারের শুরুর পর্যায়ের তরুণদের এখানে কাজের সুযোগ দেওয়া হচ্ছে। স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের— এমনকি যাদের এআই বা সফটওয়্যার ডেভেলপমেন্টে পূর্ব অভিজ্ঞতা নেই—লাইভ প্রোডাক্টে কাজ করার সুযোগ দিচ্ছে প্রতিষ্ঠানটি। বাস্তব ফিচার ডেভেলপমেন্ট, প্রকৃত গ্রাহকের সমস্যা সমাধানের মধ্য দিয়েই তারা শেখার সুযোগ পাচ্ছে। এই মডেলের মাধ্যমে একদিকে যেমন প্রতিষ্ঠানটি নিজস্ব দক্ষ জনবল তৈরি করছে, অন্যদিকে এআইকে আরও অন্তর্ভুক্তিমূলক ও সহজলভ্য করার লক্ষ্যও বাস্তবায়ন করছে।

ডিবিটেক/এডি/ইকে