২৬৩টি অনলাইন নিউজ পোর্টালসহ ৩৮১৮টি গণমাধ্যমকে ভোটের পাস দেবে ইসি
প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার পাশাপাশি নিবন্ধিত অনলাইন পোর্টালকে ভোটের পাস দেবে নির্বাচন কমিশন (ইসি)। গণভোট ও সংসদ নির্বাচনে এবার প্রায় চার হাজার গণমাধ্যমকে ভোটের খবর পরিবেশনের অনুমোদন দেবে ইসি।
২৬ জানুয়ারি, সোমবার এ তথ্য জানিয়েছে ইসির জনসংযোগ শাখা।
ইসির তালিকা অনুযায়ী, ২৬৩টি অনলাইন নিউজ পোর্টাল ও ৬১টি আঞ্চলিক অনলাইন মিডিয়ার সঙ্গে দৈনিক পত্রিকার ১২৯টি অনলাইন পোর্টাল এবং ১৮টি টিভির অনলাইন পোর্টালের সাংবাদিকরা এই অনুমোদন পাবে।
এছাড়া দৈনিক সংবাদপত্র ১৩৯৭টি, অর্ধসাপ্তাহিক ৩টি, সাপ্তাহিক ১২৩১টি, পাক্ষিক ২১৫টি, মাসিক ৪৫১টি, দ্বিমাসিক ৯টি, ত্রৈমাসিক ৩৭টি, চতুর্মাসিক ১টি, ষান্মাসিক ২টি এবং বার্ষিক ২টি। সব মিলিয়ে সংবাদপত্রের সংখ্যা ৩ হাজার ৩৪৭টি।
এর মধ্যে ঢাকায় প্রকাশিত ১৪২২টি এবং ঢাকার বাইরে প্রকাশিত ১৯৩৫টি পত্রিকা।
সব মিলিয়ে ৩৮১৮টি গণমাধ্যমকে ভোটের পাস দেবে নির্বাচন কমিশন।
ইসি কর্মকর্তারা জানিয়েছেন, সরকার অনুমোদিত সব হাউজের সাংবাদিক ও স্টাফদের সাংবাদিক কার্ড ও গাড়ির স্টিকার দেবে কমিশন। এজন্য ৩ ফেব্রুয়ারির মধ্যে হাউজগুলোকে আবেদন করতে বলা হয়েছে।
সাংবাদিক পরিচয়পত্র ও গাড়ির স্টিকারের জন্য এই পোর্টালে আবেদন করতে পারবেন। অনুমোদনপ্রাপ্ত আবেদনকারীগণ অনলাইনে নিরাপত্তা বৈশিষ্ট্যসম্বলিত কুইস রেসপন্স কোড (QR Code) যুক্ত পরিচয়পত্র ও গাড়ির স্টিকার ডাউনলোড ও মুদ্রণ করে নিতে পারবেন। এ বিষয়ে বিস্তারিত পত্রের মাধ্যমে অবহিত করা হবে।
গণপ্রতিনিধিত্ব আদেশের অনুচ্ছেদ ৮৪(ক) অনুসারে নির্বাচনী সংবাদ সংগ্রহের কাজে নিয়োজিত নির্বাচন কমিশন কর্তৃক অনুমোদিত কোনো গণমাধ্যমকর্মী/প্রতিনিধিকে যদি কোনো ব্যক্তি বাধা প্রদান করেন বা বাধা প্রদানের চেষ্টা করেন এবং/অথবা তার শারীরিক কোনো ক্ষতি করেন বা এহেন কোনো চেষ্টা করেন অথবা তার দায়িত্ব পালনে ব্যবহার্য সরঞ্জামের ক্ষতি সাধন করেন, তাহলে এই বিধান অনুযায়ী উক্ত ব্যক্তি অপরাধী সাব্যস্ত হলে যথাযথ দণ্ডে দণ্ডিত হবেন।
নির্বাচনী সংবাদ সংগ্রহে দায়িত্বপ্রাপ্ত সাংবাদিক/গণমাধ্যমকর্মী নীতিমালা-২০২৫ অনুযায়ী দায়িত্ব পালনের ক্ষেত্রে ভোটকেন্দ্রে নিয়োজিত আইনশৃঙ্খলা বাহিনী ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে নির্বাচনী সংবাদ সংগ্রহে ও নিরাপত্তা বিধানে সর্বাত্মক সহযোগিতা করবেন।
আগামী ১২ ফেব্রুয়ারি গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
ডিবিটেক/আইকে/সিএম







