ইন্টারন্যাশনাল হোপ স্কুলে শেষ হলো ৫ম আন্তঃস্কুল স্টেম ফেস্ট

ইন্টারন্যাশনাল হোপ স্কুলে শেষ হলো ৫ম আন্তঃস্কুল স্টেম ফেস্ট
২৪ জানুয়ারি, ২০২৬ ১৭:২৭  

রাজধানীর উত্তরায় অবস্থিত ইন্টারন্যাশনাল হোপ স্কুল বাংলাদেশ প্রাঙ্গণে দুই সহস্রাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে অনুষ্ঠিত হলো পঞ্চম আন্তঃস্কুল স্টেম ফেস্ট ২০২৬।  স্কুল পর্যায়ে বিজ্ঞান বিষয়ক এই প্রতিযোগিতায় বিজ্ঞান বিষয়ক ৫টি অলিম্পিয়াডে অংশ নিয়ে বিজয়ীদের ২০জন পাচ্ছে আমেরিকা ও লন্ডনভিত্তিক রোবোটিকস প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ।

দেশসেরা ইংরেজিমাধ্যম স্কুলগুলোর ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে এবারের ফেস্টে সায়েন্স এন্ড কম্পিউটিং, বায়োকেমেস্ট্রি, ম্যাথ, ফিজিক্স এবং প্রোগ্রামিং অলিম্পিয়াডের বাইরেও ছিল বিজ্ঞান বিষয়ক বিভিন্ন উদ্ভাবনী প্রজেক্ট প্রদর্শনী। ৬০০ শিক্ষার্থীর অংশগ্রহণে স্টেম ফেস্ট-এ ১৪২ টি বিজ্ঞান বিষয়ক প্রজেক্ট প্রদর্শিত হয়েছে। প্রতিযোগীদের মধ্য থেকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার অর্জন করেন বিভিন্ন স্কুলের ৪০ জন শিক্ষার্থী। এদিন ১ম পুরস্কার হিসেবে প্রত্যেকে পেয়েছেন ৫ হাজার, দ্বিতীয় পুরস্কার হিসেবে পেয়েছেন ৩ হাজার এবং তৃতীয় পুরস্কার হিসেবে পেয়েছেন ২ হাজার টাকা, ক্রেস্ট এবং সনদপত্র।


২৪ জানুয়ারি, শনিবার স্কুল মিলনায়তনে সমাপনী আয়োজনে ছিল মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা। স্কুলের শিক্ষার্থীদের পরিবেশনায় ছিল দলীয় নৃত্য ও সংগীত। এছাড়াও ছিল
ওয়ারফেজ ব্যান্ডের মনোমুগ্ধকর পরিবেশনা। এর আগে সমানীতে জানানো হয়, ইন্টারন্যাশনাল হোপ স্কুল বাংলাদেশ- এর সাথে আমেরিকা, ইংল্যান্ড, জাপান এবং ইউরোপভিত্তিক বিভিন্ন স্বনামধন্য ও আন্তর্জাতিক অলিম্পিয়াড আয়োজকদের সাথে সংযুক্তি রয়েছে। এরই অংশ হিসেবে এবারের স্টেম ফেস্টের ২০ জন বিজয়ী আমেরিকা ও ইংল্যান্ডে আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাচ্ছে। এই ২০ জনের মধ্যে ১০ জন থাকবে ইন্টারন্যাশনাল হোপ স্কুল বাংলাদেশ- এর শিক্ষার্থী, অন্যান্য স্কুলের বিজয়ীদের মধ্য থেকেও ১০ জন এই সুযোগ পাবে। 

গত বছর স্টেম ফেস্টে বিজয়ী শিক্ষার্থীরা আমেরিকায় গিয়ে ‘নাসা রোভার চ্যালেঞ্জ’ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। গত ৪ বছর ধরে স্টেম ফেস্ট থেকে বিজয়ী শিক্ষার্থীরা আমেরিকার আলাবামায় অবস্থিত নাসা মার্শাল স্পেস ফ্লাইট সেন্টারে সারা বিশ্ব থেকে আগত শিক্ষার্থীদের সাথে প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে। নাসার এই প্রতিযোগিতায় গত চার বছর ধরে বাংলাদেশ থেকে একমাত্র ইন্টারন্যাশনাল হোপ স্কুলই অংশগ্রহণ করছে। এই উৎসবে অংশগ্রহণ করে শিক্ষার্থীরা বিজ্ঞান বিষয়ে পৃথিবীর অগ্রসর দেশগুলোর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে পারছে। প্রথম স্টেম ফেস্টে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের একটি দল দুবাইয়ে অনুষ্ঠিত ‘দুবাই গ্লোবাল চ্যালেঞ্জ’ শীর্ষক প্রতিযোগিতায় অংশ নিয়ে ‍দ্বিতীয় স্থান অর্জন করে বিশ্বের বুকে বাংলাদেশের সুনাম বৃদ্ধি করেছে। তৃতীয় স্টেম ফেস্টে অংশগ্রহণকারীদের মধ্য থেকে ১০ জন আমেরিকায় নাসা রোভার চ্যালেঞ্জ’ প্রতিযোগিতায় অংশ নিয়েছে।

২৩ জানুয়ারি ২০২৬ শুক্রবার সকাল সাড়ে ৮ টায় স্কুল প্রাঙ্গণে এ অনুষ্ঠানের উদ্বোধন হয়। ছুটির দিনে বিকাল ৫ টা পর্যন্ত এবং শনিবার সকাল সাড়ে ৮ টা থেকে রাত ৮ পর্যন্ত অলিম্পিয়াড, প্রদর্শনী এবং সাংস্কৃতিক পর্ব অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাক বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার জনাব ডেভিড ডোনাল্ড, ক্যামব্রিজ পরীক্ষা বোর্ডের বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর জনাব শারওয়াত রেজা, পিয়ারসন পরীক্ষা বোর্ডের বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর জনাব লিটন আব্দুল্লাহ, অক্সফোর্ড পরীক্ষা বোর্ডের বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর মো. শাহিন রেজা, ইন্টারন্যাশনাল হোপ স্কুল বাংলাদেশ- এর প্রিন্সিপাল রোকসানা জারিন। ।


স্কুল মাঠের প্রতিটি স্টলে ছিল নানা উদ্ভাবনী প্রজেক্ট। শিক্ষার্থীরা দর্শনার্থীদের কাছে প্রজেক্টগুলোর ব্যবহার ও সম্ভাবনা সম্পর্কে বিস্তারিত তুলে ধরেছে। এবারের প্রজেক্ট প্রদর্শনীতে প্রাধান্য পেয়েছে রোবোটিক্স এবং কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক নানা প্রজেক্ট। এছাড়াও ছিল পরিবেশ, নবায়নযোগ্য শক্তির ব্যবহার, ভূমিকম্প ইত্যাদি বিষয়ে নানা উদ্ভাবনী প্রদর্শনী।
স্বাগত বক্তব্যে ইন্টারন্যাশনাল হোপ স্কুল বাংলাদেশ-এর প্রিন্সিপাল রোকসানা জারিন বলেন, ‘‘স্টেম ফেস্টের এই বিরাট আয়োজন ও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এটাই প্রমাণ করে, আমাদের শিক্ষার্থীরা বিজ্ঞানের ব্যাপারে অত্যন্ত আগ্রহী, তাদের বিজ্ঞানচর্চা আমাদের দেশকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। এ ধরনের প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীরা বিজ্ঞান এবং আধুনিক প্রযুক্তিতে তাদের দক্ষতা প্রমাণ করছে। গত কয়েক বছরে স্টেম ফেস্টে অংশগ্রহণকারীদের অনেকে আমেরিকায় নাসা রোভার চ্যালেঞ্জ নামক আন্তর্জাতিক প্রতিযোগিতা,দুবাইয়ের একটি আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিয়েছে, এটি আমাদের অনেক বড় পাওয়া। এবারও এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা আন্তর্জাতিক পর্যায়ে অনেক সুনাম অর্জন করবে বলে আমরা আশাবাদী।’’

প্রসঙ্গত, রাজধানীর উত্তরায় ইন্টারন্যাশনাল হোপ স্কুল বাংলাদেশ প্রতিষ্ঠিত হয় ১৯৯৬ সালে। প্রতিষ্ঠালগ্ন থেকে এই স্কুলটি পড়াশোনা, সাংস্কৃতিক ও বুদ্ধিবৃত্তিক চর্চার পাশাপাশি বিজ্ঞানচর্চায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

ডিবিটেক/আরএস/ইকে