নির্বাচনি বিজ্ঞাপনে প্রার্থীদের এক মাসে ব্যয় প্রায় শতকোটি টাকা!

নির্বাচনি বিজ্ঞাপনে প্রার্থীদের এক মাসে ব্যয় প্রায় শতকোটি টাকা!
২৯ জানুয়ারি, ২০২৬ ২৩:২২  

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ডিজিটাল প্রচারে তফসিল ঘোষণার পর গত ২৫ ডিসেম্বর থেকে ২৩ জানুয়ারি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে রাজনৈতিক কন্টেন্টে ব্যয় হয়েছে ৫২ হাজার ৪১১ ডলার। টাকার অংকে প্রায় ৬৪ লাখ টাকা। ১১২টি ফেসবুক পেজে ১০০ ডলারের বেশি ব্যয়ের অংক থেকে এই তথ্য পাওয়া গেছে।  ফলে মোটের ওপর এই ব্যায় ৭৫ হাজার ডলার বা শত কোটির কাছা কাছাকাছি। একইসময়ে ইলেকশন কমিশন সেক্রেটারিয়েট’ থেকে ৯২টি সচেতনতামূলক বিজ্ঞাপনে ব্যয় করা হয়েছে ২১৭ ডলার বা ২৬ হাজার টাকা। 

ফেসবুকের মালিকানা প্রতিষ্ঠান মেটার অ্যাড লাইব্রেরির ‘সোশ্যাল ইস্যুস, ইলেকশনস অ্যান্ড পলিটিকস’ ক্যাটাগরির তথ্য বিশ্লেষণ করে এই তথ্য পাওয়া গেছে। '

প্রতিবেদন অনুযায়ী, গত এক মাসে ফেসবুকের রাজনৈতিক দল, প্রার্থীর নিজ নামের পেজ এবং বিভিন্ন স্লোগান–সংবলিত পেজ থেকে রাজনৈত্কি কন্টেন্ট প্রমোশনে সবচেয়ে বেশি ব্যয় করেছে জাতীয়তাবাদী বাংলাদেশ দলের প্রার্থীরা। দলটির চট্টগ্রাম-৭ আসনের প্রার্থী হুম্মাম কাদের চৌধুরী গত এক মাসে নিজ পেজ থেকে ব্যয় করেছেন ৪ হাজার ২০০ ডলার বা ৫ লাখ টাকার বেশি। 

ফেসবুক প্রচারণায় জামাতের চেয়ে আড়াই গুণ বেশি ব্যয় করেছে বিএনপি।  ৫০টি পেজ থেকে ২২৪টি বিজ্ঞাপনে দলটি ৩০ হাজার ৯১৬ ডলার বা ৩৭ লাখ ৮৬ হাজার টাকা ব্যয় করেছে। আর ৩৩টি পেজে ৭৩৯টি বিজ্ঞাপনের মাধ্যমে ১১ হাজার ২২২ ডলার বা ১৩ লাখ ৬৯ হাজার টাকা ব্যয় করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির পক্ষে  ‘জামায়াত ঢাকা-১৫, মিরপুর-কাফরুল’ পেজ থেকে সর্বোচ্চ ১ হাজার ৪৪৭ ডলার বা ১ লাখ ৭৬ হাজার টাকা ব্যয় করা হয়েছে। এই আসনের প্রার্থী দলটির আমির শফিকুর রহমান। এছাড়াও ৮০টি বিজ্ঞাপন দিয়েছে ইসলামী আন্দোলন। এনসিপির সর্বোচ্চ ব্যয় করা হয়েছে দলটির ঢাকা-২০ আসনে প্রার্থী নাবিলা তাসনিদের পেজ থেকে। সেখান থেকে ব্যয় করা হয়েছে ৭০৭ ডলার বা ৮৬ হাজার টাকা। স্বতন্ত্রদের মধ্যে বাগেরহাটের তিনটি আসনের প্রার্থী এম এ এইচ সেলিম ব্যয় করেছেন ১ হাজার ৯০০ ডলার বা ২ লাখ ৩১ হাজার টাকা।  
ডিবিটেক/পিএএন/ইকে