রেকর্ড বিক্রিতে টানা ষষ্ঠবার শীর্ষে টয়োটা
বিশ্বের শীর্ষস্থানীয় গাড়ি নির্মাতা হিসেবে ২০২৫ সালেও অবস্থান ধরে রেখেছে জাপানের টয়োটা মোটর। রয়টার্সের তথ্য অনুযায়ী, গত বছর প্রতিষ্ঠানটি বিশ্বজুড়ে রেকর্ড ১ কোটি ১৩ লাখ গাড়ি বিক্রি করেছে, যা আগের বছরের তুলনায় ৪ দশমিক ৬ শতাংশ বেশি। এ নিয়ে টানা ষষ্ঠবারের মতো শীর্ষ বিক্রেতার মুকুট ধরে রাখল টয়োটা। খবর রয়টার্স।
এই পরিসংখ্যানে টয়োটা ও লেক্সাস ব্র্যান্ডের পাশাপাশি সহযোগী প্রতিষ্ঠান দাইহাতসু এবং ট্রাক নির্মাতা হিনো মোটরসের বিক্রিও অন্তর্ভুক্ত রয়েছে। শুধু টয়োটা ও লেক্সাস ব্র্যান্ডের বিক্রি ২০২৫ সালে ৩ দশমিক ৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১ কোটি ৫ লাখ গাড়িতে, যা তাদের ইতিহাসে সর্বোচ্চ।
যুক্তরাষ্ট্র ও জাপানের বাজারে শক্তিশালী চাহিদাই টয়োটার প্রবৃদ্ধির প্রধান চালিকা শক্তি ছিল। এই দুই দেশ মিলেই মূল কোম্পানির মোট বিক্রির দুই-পঞ্চমাংশের বেশি অবদান রেখেছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রে হাইব্রিড গাড়ির চাহিদা বিক্রি বাড়াতে বড় ভূমিকা রাখে। বিপরীতে, দ্বিতীয় অবস্থানে থাকা জার্মান ভলক্সওয়াগেন গ্রুপের বিক্রি ২০২৫ সালে কমে প্রায় ৯০ লাখে নেমে আসে।
ডিবিটেক/বিএমটি







