চ্যাটজিপিটিতে যুক্ত হচ্ছে গুগল ড্রাইভ ও স্ল্যাক

১৮ মার্চ, ২০২৫  
১৮ মার্চ, ২০২৫  
চ্যাটজিপিটিতে যুক্ত হচ্ছে গুগল ড্রাইভ ও স্ল্যাক

ওপেনএআই শিগগিরই চ্যাটজিপিটির নতুন ফিচার "চ্যাটজিপিটি কানেক্টরস" পরীক্ষামূলকভাবে চালু করতে যাচ্ছে, যা ব্যবসায়িক গ্রাহকদের গুগল ড্রাইভ ও স্ল্যাকের সঙ্গে সংযোগ স্থাপনের সুযোগ দেবে। খবর টেকক্রাঞ্চ।

টেকক্রাঞ্চের হাতে আসা একটি নথি অনুসারে, চ্যাটজিপিটি টিম গ্রাহকরা এই ফিচারের মাধ্যমে তাদের কর্মক্ষেত্রের গুগল ড্রাইভ ও স্ল্যাক অ্যাকাউন্ট সংযুক্ত করতে পারবেন। ফলে, চ্যাটজিপিটি ফাইল, উপস্থাপনা, স্প্রেডশিট ও স্ল্যাক কথোপকথনের ভিত্তিতে প্রশ্নের উত্তর দিতে পারবে। ভবিষ্যতে মাইক্রোসফট শেয়ারপয়েন্ট ও বক্সের মতো প্ল্যাটফর্মও এই সংযোগের আওতায় আনা হবে।

এই প্রযুক্তি জিপিটি-৪ও মডেলের একটি বিশেষ সংস্করণ দ্বারা চালিত হবে, যা কোম্পানির অভ্যন্তরীণ তথ্য বিশ্লেষণ করে আরও নির্ভুল উত্তর প্রদান করবে। ওপেনএআই নিশ্চিত করেছে যে, ব্যবহারকারীর অনুমতি বজায় থাকবে এবং ব্যক্তিগত তথ্য সুরক্ষিত থাকবে।

তবে, গুগল ড্রাইভের ছবিসংবলিত নথি এবং স্ল্যাকের ব্যক্তিগত বার্তাগুলো চ্যাটজিপিটি অ্যাক্সেস করতে পারবে না। পরীক্ষামূলক সংস্করণে অংশ নিতে আগ্রহী কোম্পানিগুলোকে ১০০টি নথি বা স্ল্যাক বার্তা জমা দিতে হবে, তবে ওপেনএআই নিশ্চিত করেছে যে, এই ডেটা সরাসরি মডেল প্রশিক্ষণের জন্য ব্যবহার করা হবে না।

ডিবিটেক/বিএমটি