বন্ধ হচ্ছে স্কাইপ, বিকল্প কী?

১৬ মার্চ, ২০২৫  
১৬ মার্চ, ২০২৫  
বন্ধ হচ্ছে স্কাইপ, বিকল্প কী?

জনপ্রিয় ভিডিও কলিং প্ল্যাটফর্ম স্কাইপ ২৩ বছর পর বন্ধ হয়ে যাচ্ছে। মাইক্রোসফট ঘোষণা দিয়েছে, আগামী ৫ মে ২০২৫ থেকে এটি আর ব্যবহার করা যাবে না। ব্যবহারকারীরা চাইলে তাদের সমস্ত ডেটা মাইক্রোসফট টিমসে স্থানান্তর করতে পারবেন বা আলাদা করে ডাউনলোড করে সংরক্ষণ করতে পারবেন। খবর টেকক্রাঞ্চ।

মাইক্রোসফট জানিয়েছে, স্কাইপের বর্তমান ব্যবহারকারীরা তাদের আইডি ব্যবহার করেই বিনামূল্যে টিমসে লগইন করতে পারবেন, যেখানে তাদের চ্যাট ও কন্টাক্ট স্বয়ংক্রিয়ভাবে স্থানান্তরিত হবে। স্কাইপ যেখানে ছোট গ্রুপের জন্য উপযোগী ছিল, টিমসে একসঙ্গে ১০,০০০ জন পর্যন্ত ভিডিও কলে যোগ দিতে পারবেন।

যারা স্কাইপ ছাড়তে চান, তাদের জন্য কিছু বিকল্প হতে পারে—গুগল মিট, জুম, ওয়েবএক্স, ডিসকর্ড, সিগনাল ও স্ল্যাক। গুগল মিট ও জুমের ফ্রি সংস্করণে ১০০ জন পর্যন্ত ব্যবহারকারী যুক্ত হতে পারেন, তবে সময়সীমা রয়েছে। ডিসকর্ড ও সিগনাল ছোট গ্রুপের জন্য কার্যকর বিকল্প হতে পারে। এছাড়া, হোয়াটসঅ্যাপ, ফেসবুক মেসেঞ্জার ও অ্যাপল ফেসটাইমও ছোট পরিসরের ভিডিও কলের জন্য জনপ্রিয়।

ডিবিটেক/বিএমটি