ইন্টেলের নতুন সিইওর বেসিক বেতন ১০ লাখ ডলার

মার্কিন চিপ নির্মাতা ইন্টেল কর্পোরেশন নতুন সিইও হিসেবে লিপ-বু তানের নাম ঘোষণা করেছে। কোম্পানির দেওয়া তথ্য অনুযায়ী, তান বার্ষিক ১০ লাখ ডলার বেতন এবং সর্বোচ্চ ২০ লাখ ডলার পর্যন্ত বার্ষিক বোনাস পাবেন। আগামী ১৮ মার্চ তিনি দায়িত্ব গ্রহণ করবেন। খবর রয়টার্স।
তানকে মূলত ইন্টেলের বর্তমান সংকট কাটিয়ে চিপ ডিজাইন ও উৎপাদন খাতে সফলতা আনার চ্যালেঞ্জ দেওয়া হয়েছে। তার চুক্তিতে তিন বছরের কর্মক্ষমতা নির্ধারিত রয়েছে এবং কোম্পানির মালিকানায় ১৮ মাসের মধ্যে বড় পরিবর্তন এলে তিনি স্টক অ্যাওয়ার্ডের দুই-তৃতীয়াংশ ধরে রাখতে পারবেন।
তান মূলত একজন প্রযুক্তি বিনিয়োগকারী এবং চিপ শিল্পের অভিজ্ঞ ব্যক্তি। গত ডিসেম্বরে প্যাট গেলসিঙ্গার সিইও পদ থেকে অপসারিত হওয়ার পর থেকেই তাকে সম্ভাব্য উত্তরসূরি হিসেবে ধরা হচ্ছিল। গেলসিঙ্গারের বেতন ছিল ১২.৫ লাখ ডলার এবং বার্ষিক বোনাস ছিল তার বেতনের ২৭৫% পর্যন্ত।
তান এখনও তার ভেঞ্চার ক্যাপিটাল প্রতিষ্ঠান ওয়ালডেন ইন্টারন্যাশনালের মাধ্যমে স্টার্টআপ বিনিয়োগে সক্রিয় রয়েছেন। তবে ইন্টেলের নতুন চুক্তি অনুযায়ী, তিনি কোম্পানির দায়িত্ব পালনের জন্য "যতটুকু প্রয়োজন" ততটুকু সময় ব্যয় করবেন।
ডিবিটেক/বিএমটি