নারী নির্যাতন প্রতিরোধে ৩টি হটলাইন চালু, শর্ট কোড চালুর পরিকল্পনা

১০ মার্চ, ২০২৫  
১১ মার্চ, ২০২৫  
নারী নির্যাতন প্রতিরোধে ৩টি হটলাইন চালু, শর্ট কোড চালুর পরিকল্পনা

নারী নির্যাতন রোধে হটলাইন সেবা চালু করেছে পুলিশ সদরদপ্তর। অভিযোগ দেওয়ার জন্য তিনটি হটলাইন নম্বর ২৪ ঘণ্টা চালু থাকবে। হটলাইন নম্বরগুলো হলো: ০১৩২০০০২০০১, ০১৩২০০০২০০২ ও ০১৩২০০০২২২২। 

সোমবার এক বিজ্ঞপ্তিতে পুলিশ সদরদপ্তর এ তথ্য জানিয়েছে। অপরদিকে নারীর প্রতি সহিংসতা, যৌন হয়রানী বিষয়ে কার্যকরী ব্যবস্থা নিতে ৩৩৩৩ এবং ৩৩৩-৩ শর্ট কোড চালুর পরিকল্পনা চলছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়্যব। 

আর পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নারী নির্যাতন, নারীর প্রতি আক্রমণাত্মক ভঙ্গি, কটূক্তি, ইভটিজিং, হেনস্থা, যৌন হয়রানি বিষয়ে কার্যকর ব্যবস্থা নিতে পুলিশ সদরদপ্তর হটলাইন সেবা চালু করেছে।

এছাড়া, সাইবার অপরাধের শিকার নারীদের আইনি সেবা ও সুরক্ষা দিতে পুলিশ সাইবার সাপোর্ট ফর উইমেন ফেসবুক পেজ আগের মতোই চালু আছে।

আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনের পাশাপাশি নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে পুলিশ। নারী ও শিশু নির্যাতনকারীদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণে বাংলাদেশ পুলিশ অঙ্গীকারাবদ্ধ বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।