ককপিট থেকে জিপি : বিজয়-বিক্ষোভে নারী

৮ মার্চ, ২০২৫  
৮ মার্চ, ২০২৫  
ককপিট থেকে জিপি : বিজয়-বিক্ষোভে নারী

৮ মার্চ। আন্তর্জাতিক নারী দিবস। দিবসটিতে একটি বিশেষ ফ্লাইট পরিচালনা করছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। ঢাকা-ব্যাংকক-ঢাকা বিজি ৩৮৮ তারিখ ফ্লাইটে দুইজন নারী ককপিট ক্রু ছাড়াও থাকবেন ৫ জন নারী কেবিন ক্রু।  বিশেষ এই ফ্লাইটের নেতৃত্ব দেবেন ক্যাপ্টেন আনিতা ও ফার্স্ট অফিসার তাবাসসুম।

একই দিনে স্কুল কলেজ পড়ুয়া মেয়েদের জন্য মাইক্রোস্কোপে কোষ পর্যবেক্ষণ, রাসায়নিক বিক্রিয়া, নারী বিজ্ঞানীদের গবেষণা, কুইজ এবং আকর্ষণীয় বিভিন্ন গেইম নিয়ে ধানমন্ডির  গ্রিন সিটি সেন্টারে ওপেন ল্যাব ডে পালন করবে ম্যাসল্যাব। 

তবে এমন আশা জাগানিয়া উদ্যোগের মধ্যে অধিকার আদায়ে বসুন্ধরায় অবস্থিত দেশের শীর্ষ মোবাইল অপারেটর গ্রামীণফোন সদর দফতরের সামনে প্রতিবাদী মানববন্ধন কর্মসূচিরি ডাক দেয়া হয়েছে "গ্রামীণফোনের নারী কর্মীবৃন্দ" ব্যানারে। গত ১৫ বছর ধরে আটকে রাখা ২০১০, ২০১১, ২০১২ সালের ৫% লভ্যাংশের বিলম্ব জরিমানার টাকা আদায়ের শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি থেকে তিন নারীসহ ১১ জন সহকর্মীকে গ্রেফতার ও তাদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে এই সমাবেশ বলে জানিয়েছে চাকরিচ্যুত ও অধিকার বঞ্চিত গ্রামীণফোন শ্রমিক ঐক্য পরিষদ নেতারা।  তারা জানান, নিয়মিত প্রতিবাদ কর্মসূচির অংশ হিসেবে গত ২৫ ফেব্রুয়ারি একই স্থান থেকে জলকামান দিয়ে ছত্রভঙ্গ করার সময় গ্রেফতার করা হয় সাবেক নারী কর্মী ফৌজিয়াতুন নাহার  শম্পাসহ আরো দুই জন সাবেক কর্মীর স্ত্রী সুফিনাজ বাসিতা আক্তার সুনীতি এবং তাসনুভা রহমান তিথি-কে। 

গ্রেফতার ১১ জন সহ মোট ২৯ জনের নাম উল্লেখ করে ২৬ ফেব্রুয়ারি  ভাটারা থানায় মামলা করা হয়। মামলা নং ৫০/১০২ জিপির বর্তমান সিকিউরিটি ইনচার্জ মিঃ মঈন বাদী হয়ে এই মামলা করেন। মামলার এজাহারে  ‘বিচারাধীন বিষয়ে নানা সময়ে অসময়ে অনৈতিক ও অযৌক্তিক দাবি দাওয়া উত্থাপনে নেতৃত্বদান’-কে তাদের অপরাধ হিসেবে নালিশ করা হয়। অবশ্য এই মামলায় সকল অভিযুক্তই এখন জামিনে মুক্ত রয়েছেন। 

তবে দাবি আদায়ে গিয়ে এমন হেনস্তা ও হয়রানির শিকার ব্যক্তিদের মধ্যে সুনীতি একজন হৃদরোগী। তার হার্টের ৭০% ব্লক। গত ২৫ তারিখ রাতে যখন থানায় আটকে রাখে তখন তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন। সেই দুঃসহ স্মৃতি এখন সবাইকে সমান তাড়া করছে। এমন পরিস্থিতিতে আয়োজকদের প্রত্যাশা, সরকার, মানবাধিকার সংগঠন, গণমাধ্যম ও দেশের সকল শুভবুদ্ধিসম্পন্ন নাগরিক তাদের পাশে দাঁড়াবেন।   

তারা বলছেন, “দীর্ঘ ১৫ বছর ধরে গ্রামীণফোন অবৈধভাবে আমাদের ৫% পেনাল্টি বকেয়া আটকে রেখেছে। এই অন্যায়ের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ অব্যাহত রয়েছে। কিন্তু ২৫ ফেব্রুয়ারি ২০২৫, যখন আমরা আমাদের ন্যায্য অধিকার আদায়ের জন্য শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করছিলাম, তখন গ্রামীণফোনের মদদপুষ্ট পুলিশ বাহিনী আমাদের ওপর নির্মম দমন-পীড়ন চালায়। এই হামলায় আমাদের নারী সহকর্মীরাও রেহাই পাননি। বিনা উসকানিতে লাঠিচার্জ, জলকামান এবং শারীরিক নির্যাতনের শিকার হয়েছি আমরা। আমাদের ১১ জন সহকর্মীকে গ্রেফতার করা হয়, যাদের মধ্যে তিনজন নারী ছিলেন। গ্রামীণফোনের এই বর্বরোচিত দমন-পীড়নের বিরুদ্ধে এবং আমাদের ন্যায্য পাওনা ৫% পেনাল্টি বকেয়া আদায়ের দাবিতে আমরা নারী দিবসে আমাদের প্রতিবাদী মানববন্ধন কর্মসূচি পালন করবো। এটি কেবল আমাদের অধিকারের জন্য লড়াই নয়, এটি দেশের শ্রমজীবী নারীদের প্রতি অন্যায়ের বিরুদ্ধে একটি জোরালো প্রতিবাদ।” 

এদিকে এই প্রতিবাদ চলার সময়ে সাইবার সাপোর্ট ফর ওমেন অ্যান্ড চিলড্রেন (CSWC) সচিবালয়ের উদ্যোগের বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) এর পক্ষ থেকে  রাজধানী বনানীর বেলতলা, থেকে কড়াইল এরশাদ মাঠ পর্যন্ত একটি  রিক্সা র‌্যালি হবে। পরদিন গবেষণা, উদ্ভাবন এবং সমস্যা সমাধানের দক্ষতা নিয়ে রিসার্চ ওডিসি করবে আহছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রিসার্চ অ্যান্ড পাবলিকেশন ক্লাব (AUSTRPC)। ব্লাস্ট এর পক্ষ থেকে প্রযুক্তির সহায়তায় সংঘটিত জেন্ডার-ভিত্তিক সহিংসতা প্রতিরোধে সোশ্যাল মিডিয়া ব্যবহারে সচেতনতা তৈরি এবং অ্যাপের মাধ্যমে অভিযোগ ও আইনি সহায়তা নেয়ার আহ্বান জানানো হয়েছে।