শুধুমাত্র এআই-ভিত্তিক সার্চ ইঞ্জিনের পরীক্ষা চালালো গুগল

গুগল তাদের সার্চ ইঞ্জিনের একটি পরীক্ষামূলক সংস্করণ চালু করেছে, যেখানে প্রচলিত ১০টি ব্লু লিঙ্ক বাদ দিয়ে সম্পূর্ণ এআই-জেনারেটেড সারাংশ দেখানো হবে। নতুন এই ফিচার গুগল ওয়ান এআই প্রিমিয়াম গ্রাহকদের জন্য উন্মুক্ত করা হয়েছে, যা ‘এআই মোড’ নামে একটি ট্যাবে পাওয়া যাবে। খবর রয়টার্স।
গুগলের পণ্য বিভাগের ভাইস প্রেসিডেন্ট রবি স্টেইন জানিয়েছেন, পাওয়ার ইউজাররা আরও বেশি এআই-ভিত্তিক উত্তর চান, এ কারণেই এই পরিবর্তন আনা হয়েছে। এআই মোড ব্যবহারকারীদের জন্য বিস্তারিত সারসংক্ষেপ দেবে, যেখানে সংশ্লিষ্ট ওয়েবপেজের লিংকও থাকবে।
গুগল জানিয়েছে, এই ফিচার চালাতে জেমিনি ২.০ মডেলের বিশেষ সংস্করণ ব্যবহার করা হচ্ছে, যা জটিল প্রশ্নের আরও ভালো বিশ্লেষণ করতে সক্ষম।
উল্লেখ্য, গুগলের আয় মূলত সার্চ-সংক্রান্ত বিজ্ঞাপন থেকে আসে, তবে ওপেনএআই-এর মতো প্রতিদ্বন্দ্বীদের চাপে কোম্পানিটি নতুন এআই-ভিত্তিক ফিচার যুক্ত করছে।
এদিকে, এডটেক প্রতিষ্ঠান চেগগ সম্প্রতি গুগলের বিরুদ্ধে মামলা করেছে, দাবি করেছে যে গুগলের সার্চ প্রিভিউ প্রকাশক ও কনটেন্ট নির্মাতাদের ক্ষতি করছে।
ডিবিটেক/বিএমটি