ট্রাম্পের ক্রিপ্টো কোম্পানির ‘টোকেন রিজার্ভ’ চালু

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আর্থিক অংশীদারিত্ব থাকা নতুন ক্রিপ্টো প্ল্যাটফর্ম ওয়ার্ল্ড লিবার্টি ফিনান্সিয়াল (ডব্লিউএলএফ) একটি কৌশলগত ‘টোকেন রিজার্ভ’ চালুর ঘোষণা দিয়েছে। মঙ্গলবার এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানায়, এই রিজার্ভের মাধ্যমে তারা বিটকয়েন, ইথেরিয়ামসহ অন্যান্য ডিজিটাল মুদ্রার বাজার স্থিতিশীল রাখতে এবং বিকেন্দ্রীভূত অর্থায়নে (ডিফাই) নতুন প্রকল্পে বিনিয়োগ করতে পারবে। খবর রয়টার্স।
এছাড়া, ডব্লিউএলএফ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে অংশীদারত্ব গড়ে তুলতে চায়, যাতে তারা এই রিজার্ভে টোকেনযুক্ত সম্পদ যুক্ত করতে পারে। তবে প্রতিষ্ঠানটি কোনো মন্তব্য করতে রাজি হয়নি, একইভাবে হোয়াইট হাউস ও ট্রাম্প অর্গানাইজেশনও এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি।
ট্রাম্প ও তার পরিবারের ব্যবসা ক্রিপ্টো খাতের দিকে ঝুঁকছে। ডব্লিউএলএফ ছাড়াও ট্রাম্প মিডিয়া অ্যান্ড টেকনোলজি গ্রুপ জানুয়ারিতে ক্রিপ্টো-সম্পর্কিত আর্থিক সেবায় প্রবেশের ঘোষণা দেয়।
ট্রাম্প ৫০০ মিলিয়ন ডলারের টোকেন বিক্রি করেছেন বলে রয়টার্সের হিসাব থেকে জানা গেছে। এছাড়া, তার চালু করা ট্রাম্প মিম কয়েন থেকে ফি বাবদই ১০০ মিলিয়ন ডলার আয় হয়েছে।
ডব্লিউএলএফ প্রতিষ্ঠানটি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের দুই মাস আগে চালু হয়েছে। ট্রাম্প ও তার সহযোগীরা এর ৬০% মালিকানার পাশাপাশি ২২.৫ বিলিয়ন টোকেনের মালিক এবং প্রতিষ্ঠানের মোট রাজস্বের ৭৫% অংশের অধিকারী।