আইসিপিসি পশ্চিম এশিয়ার আঞ্চলিক পর্বে বাংলাদেশের ২০ দল

আন্তর্জাতিক কলেজিয়েট প্রোগ্রামিং প্রতিযোগিতার (আইসিপিসি) পশ্চিম এশিয়া মহাদেশীয় অঞ্চলের দেশগুলোর মধ্যে ঢাকা অঞ্চল থেকে সেমি ফাইনাল রাউন্ডে উঠেছে বাংলাদেশের সর্বোচ্চ ২০টি দল। এই অঞ্চলের মোট ২ হাজার ৫০০ দলের মধ্য থেকে প্রোগ্রামিংয়ে ক্ষিপ্র গতির সক্ষমতা দেখিয়ে নিজেদের অবস্থান পোক্ত করেছে দলগুলো। ঢাকসহ সাতটি আঞ্চলিক সাইট থেকে এই পর্বে উঠেছে মোট ৬৫টি দল। এর মধ্যে টোপি থেকে ৪টি, কাবুল থেকে ৩টি, তেহরান থেকে ৫টি, অমৃতপুরী থেকে ১৬টি, কানপুর থেকে ৯টি এবং চেন্নাই থেকে ৮টি দল সেমিতে উঠেছে।
আগামী ৭-৮ মার্চ ঢাকায় অনুষ্ঠিত হবে আইসিপিসি আঞ্চলিক পর্বের তৃতীয় ধাপের প্রতিযোগিতা। প্রতিযোগিতায় এই ধাপে ঢাকা সাইট থেকে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কুয়াসার (Quasar) ও হতাশা (hotasha); ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সিঙ্গুলারিটি (Singularity) ও প্রিমরডিয়াস (Primordius); রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যলয়ের (রুয়েট) ৯৯৮২৪৪৩৫৩ (998244353) ও বি টিম (B_Team); শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাস্ট) দল ফ্যান্টাস্টিক (Fanatics); কুমিল্লা ইউনিভার্সিটি থেকে লাস্ট রান ফর মেমোরিস (LastRunForMemories); ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজিস (আইইউটি) এর কোকোলো চ্যাম্পিয়ন বিস্কুট (CocolaChampionBiscuit); ব্রাক বিশ্ববিদ্যালয়ের ক্রোজ (Crows); ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির স্ট্রিগওয়্যার (Strygwyr); জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দি অডআউট (the0dd1out); খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কোড মাঙ্কিস (Code_Monkeys!), জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের বায়নারি মসফেট (BinaryMosFet); রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এস কিউব (S_Cube); খুলনা বিশ্ববিদ্যালয়ের এরর মেকার্স (ErrorMakers); ইসলামিক বিশ্ববিদ্যালয়ের ওয়েভিং ফ্লাগ (Waving_Flag); ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ৪৯৫ ফান ক্লাব (495_fanclub); পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রিটার্নড ফ্রম ব্রেকিং পয়েন্ট (Returned From Breaking Point) এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) টিম ফ্লার (FLARE)।
প্রথমবারের মতো যবিপ্রবি থেকে নির্বাচিত ফ্লা’র দলের সদস্যরা হলেন- কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মাসুম বিল্যাহ, নিলয় দাস এবং ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তাহসিন আরাফাত।
দ্বিতীয় ধাপে গত ৬-৭ ডিসেম্বর ঢাকায় অফলাইন প্রতিযোগিতার মাধ্যমে ৩০৭টি দলের মধ্য থেকে ২২তম দল হিসেবে তৃতীয় ধাপের জন্য নির্বাচিত হয় তারা। । যেখান থেকে তিনটি দলকে চূড়ান্ত (চতুর্থ ধাপ) প্রতিযোগিতার জন্য নির্বাচন করা হবে।
আন্তর্জাতিক কলেজিয়েট প্রোগ্রামিং প্রতিযোগিতা (আইসিপিসি) হলো বিশ্বের বৃহত্তম কম্পিউটার প্রোগ্রামিং প্রতিযোগিতা। এখানে শিক্ষার্থীরা তাদের সমস্যা সমাধানের দক্ষতা এবং কম্পিউটিং দক্ষতা প্রদর্শন ও উন্নত করার সুযোগ পায়। এ প্রতিযোগিতাকে ‘কম্পিউটার প্রোগ্রামিংয়ের অলিম্পিক’ বলা হয়।