থ্রেডস মেসেজিংয়ে যুক্ত হচ্ছে গেম
মেটার মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম থ্রেডসের মেসেজিং ফিচারের ভেতরে গেম যুক্ত করার সম্ভাবনা যাচাই করা হচ্ছে। টেকক্রাঞ্চকে মেটার এক মুখপাত্র নিশ্চিত করেছেন, প্রতিষ্ঠানটি অভ্যন্তরীণভাবে একটি বাস্কেটবল গেমের প্রোটোটাইপ তৈরি করছে, যেটি এখনও সাধারণ ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হয়নি। খবর টেকক্রাঞ্চ।
রিভার্স ইঞ্জিনিয়ার আলেসান্দ্রো পালুজ্জি প্রথম এই গেমটির অস্তিত্ব শনাক্ত করেন। তার শেয়ার করা স্ক্রিনশটে দেখা যায়, আঙুলে সোয়াইপ করে ভার্চুয়াল বাস্কেটবল ছোড়ার ব্যবস্থা রয়েছে, যেখানে বন্ধুদের সঙ্গে সর্বোচ্চ স্কোরের প্রতিযোগিতা করা যাবে।
বার্তার ভেতরে গেম চালু হলে এক্স ও ব্লুস্কাইয়ের মতো প্রতিদ্বন্দ্বী প্ল্যাটফর্মের তুলনায় থ্রেডস বাড়তি সুবিধা পেতে পারে। এমনকি এটি অ্যাপল মেসেজেসের সঙ্গেও প্রতিযোগিতায় নামতে পারে, যেখানে থার্ড পার্টি অ্যাপের মাধ্যমে গেম খেলার সুযোগ আছে।
তবে এটি এখনো পরীক্ষামূলক উদ্যোগ হওয়ায় কবে বা আদৌ এই ফিচার চালু হবে কি না, তা নিশ্চিত নয়। এর আগেও ইনস্টাগ্রামের ডিএমে লুকানো ইমোজি গেম চালু করেছিল মেটা।
নতুন ফিচার যুক্ত করে থ্রেডস ব্যবহারকারী ধরে রাখার চেষ্টা করছে, যদিও যুক্তরাষ্ট্রে জনপ্রিয়তায় এখনো এক্সের চেয়ে পিছিয়ে রয়েছে প্ল্যাটফর্মটি।
ডিবিটেক/বিএমটি







